Advertisement
Advertisement

Breaking News

US Manipur

মণিপুর প্রসঙ্গে উদ্বিগ্ন আমেরিকা, ভারতের পাশে থাকার বার্তা ওয়াশিংটনের

মণিপুর প্রসঙ্গে উত্তাল দেশের রাজনীতি।

Us opens up on Manipur issue | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 26, 2023 6:11 pm
  • Updated:July 26, 2023 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের (Manipur) ভাইরাল ভিডিও নিয়ে এবার প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। ভিডিওর ঘটনাটিকে ভয়াবহ আখ্যা দিয়েছে জো বাইডেনের প্রশাসন। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে মোদি সরকারের পাশেই দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে সেই উদ্যোগকে সমর্থন করবে আমেরিকা।

প্রায় দু’মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিতর্কিত ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা, এমনটাই খবর মেলে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফের তরফে বলা হয়, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। গত ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। 

Advertisement

[আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য শিকাগোয় পাড়ি দেওয়া ভারতীয় তরুণীর দিন কাটছে রাস্তায় ! জয়শংকরের দ্বারস্থ পরিবার]

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় জাতীয় রাজনীতি। মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সরব হয় বিরোধী দলগুলি। মণিপুর ইস্যুর আঁচ পড়েছে সংসদের বাদল অধিবেশনেও। অধিকাংশ সময়েই অধিবেশন মুলতুবি হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বলেন, মণিপুর নিয়ে সমস্ত রকম আলোচনার জন্য তৈরি আছে কেন্দ্র সরকার। ভিডিও প্রকাশ্যে আসার পর দিনই মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেপ্তারও করা হয়।

এহেন পরিস্থিতিতে মার্কিন বিদেশ দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন এক পাক সাংবাদিক। উত্তরে বেদান্ত জানান, “মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের। নির্যাতিতাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে, সেই উদ্যোগের পাশে রয়েছে আমেরিকা। আগেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছি আমরা। আবারও বলছি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করে।”

[আরও পড়ুন: ‘খাদ্যসংকটে পড়বে বিশ্ব’, চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চায় আইএমএফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement