সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি জানাচ্ছিলেন মেক্সিকো সীমান্তে প্রাচীর দেওয়ার জন্য। প্রেসিডেন্টের পরিকল্পনা রূপায়ণ করতে এবারে অর্থ বরাদ্দ করল পেন্টাগন। সোমবার পেন্টাগনের কার্যকরী প্রধান প্যাট্রিক শ্যানাহান জানিয়েছেন, সীমান্তের প্রাচীর গড়ে তোলার জন্য প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, পুরো নয়, কিছুটা প্রাচীর তোলা হবে।
পেন্টাগন জানিয়েছে, প্রাথমিকভাবে ৫৭ কিলোমিটার প্রাচীর দেওয়া হবে। উচ্চতা থাকবে ১৮ ফুট। শুধু প্রাচীর তৈরি করা নয়, সেখানকার রাস্তা হবে খুবই উন্নত। এমনকী, প্রাচীরে আলোর ব্যবস্থাও থাকবে। প্রতিরক্ষা দপ্তরকেই প্রাচীর দ্রুত তৈরির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই সীমান্ত দিয়ে যাতে মাদক পাচার না হয়, সেদিকেও বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হবে বলেও পেন্টাগনের তরফে জানানো হয়েছে। মার্কিন আইন অনুযায়ী, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে প্রতিরক্ষা বিভাগ৷ প্রয়োজনে ওই এলাকায় সড়ক থেকে শুরু করে কাঁটাতারের বেড়াও বসাতে পারে তারা৷ সেই আইন দেখিয়েই মেক্সিকো সীমান্তে ৫৭ কিলোমিটার দেওয়াল গড়ার জন্য অর্থ বরাদ্দ করেছে পেন্টাগন৷ যদিও এনিয়ে দেখা দিয়েছে বিতর্ক৷ ‘হাউস আর্মড সার্ভিসেস’-এর চেয়ারম্যান অ্যাডাম স্মিথ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন৷ তিনি বলেছেন কোনওভাবেই প্রতিরক্ষার জন্য বরাদ্দ অর্থ দেওয়াল নির্মাণে খরচ করতে দেওয়া হবে না৷
এদিকে, মার্কিন কংগ্রেসে বড় স্বস্তি পেলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়া নিয়ে ট্রাম্পের ঘোষিত ‘এমার্জেন্সি’ বলবৎ থাকছে৷ মঙ্গলবার মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাতিল করতে যে ভোটাভুটি হয় তাতে জয়ী হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি৷ ফলে ট্রাম্পের দেওয়াল বানানোর পরিকল্পনা আপাতত এগয়ে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রসঙ্গত, গত বছর মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়া নিয়ে বিবাদ চরমে পৌঁছায়৷ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ক্রিসমাসের আগে বন্ধ করে দেওয়া হয় মার্কিন কোষাগার৷ মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছিলেন যে, অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ না হলে বাজেট সংক্রান্ত কোনও আইনে স্বাক্ষর করবেন না৷ পাশাপাশি, ডেমোক্র্যাটরাও জানিয়েছিলেন, তাঁরা ১৩০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করাকে সমর্থন করবেন না।
Thank you to the House Republicans for sticking together and the BIG WIN today on the Border. Today’s vote simply reaffirms Congressional Democrats are the party of Open Borders, Drugs and Crime!
— Donald J. Trump (@realDonaldTrump) March 26, 2019
[রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ গুরুতর, মন্তব্য সুপ্রিম কোর্টের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.