সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একর পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তাঁর সন্ত্রাস বিরোধী জেহাদে এবার বিপাকে পাকিস্তান। সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতায় প্রচন্ড ক্ষুব্ধ ট্রাম্প। হোয়াইট হাউস সুত্রে খবর, এবার পাকিস্তানি নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। সরাসরি পাকিস্তানের নাম না নিলেও, হোয়াইট হাউস চিফ অফ স্টাফ রেইনস প্রিয়েবাস আকারে ইঙ্গিতে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। কয়েকদিন আগেই সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন-সহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিল ট্রাম্প প্রশাসন।
ক্ষমতায় আসার আগেই পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের উৎস ও মদতদাতা বলেছিলেন ট্রাম্প। তাই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করতে চলেছেন ট্রাম্প। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে লুকিয়ে থাকতে মদত জুগিয়েছিল পাকিস্তান। এ কথা ‘মনে রেখেছেন’ ট্রাম্প বলে কার্যত পাকিস্তানকে হুমকি দিলেন তাঁর প্রশাসনের এক আধিকারিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানে চাপে পড়েছে ইসলামাবাদ। কার্যত বাধ্য হয়ে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। তবে এতে চিঁড়ে ভিজবে বলে মনে করছেন না বিশেষজ্ঞ মহল। পাকিস্তানি নাগরিকদের আমেরিকা ভিসা দেওয়া বন্ধ করলে, এলিট বর্গের উপর প্রভাব পড়বে সব থেকে বেশি বলেও মনে করছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.