ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংস এক খুনের ঘটনা ঘটল মার্কিন মুলুকের ওকলাহমা স্টেটে। যে কোনও হলিউড থ্রিলার ছবিকেও যা হার মানায়। মহিলা ও আরও দু’জনকে বীভৎসভাবে খুনের অপরাধে এবার দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত।
ঠিক কী অপরাধ ওই ব্যক্তির? একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২১ সালে ভয়ংকর এক হত্যাকাণ্ড ঘটায় ৪৪ বছরের লরেন্স পল অ্যান্ডাসন। আন্দ্রে ব্ল্যাঙ্কেনশিপ নামের এক মহিলাকে খুন করে তাঁর শরীর থেকে হৃদপিণ্ড বের করে ফেলে লরেন্স। তারপর সেই হৃদপিণ্ড নিজের আত্মীয়র বাড়িতে এনে রান্না করে। আলু দিয়ে হৃদপিণ্ডের ঝোল বানায় লরেন্স। সেই খাবার হাসি মুখে নিজের দুই আত্মীয় স্বামী-স্ত্রীকে খাওয়ায়।
এখানেই নৃশংসার শেষ নয়, এরপর নিজের আত্মীয় বছরের সাতষট্টির লিওন পাই ও তাঁর ৪ বছরের নাতনিকে হত্যা করে লরেন্স। কোনওক্রমে রক্ষা পান লিওনের স্ত্রী। তবে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে ভরতি হতে হয়েছিল তাঁকে। তিনিই থানায় অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় লরেন্সকে। তবে কেন এমন ভয়ংকর কাণ্ড সে ঘটিয়েছে, তা জানা যায়নি।
এর আগে মাদক মামলায় ২০ বছরের জেল হেফাজত হয়েছিল লরেন্সের। তিন বছর কারাবন্দি থাকার পর ছাড়া পায় সে। আর জেলে থেকে বেরনোর এক মাসের মধ্যেই এই বীভৎস কাণ্ড ঘটায় সে। অবশেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। একাধিকবার আবেদন করেও নিজের সাজা কমাতে পারেনি সে। খুন, শারীরিক অত্যাচার ও কোনও ব্যক্তিকে বিকলাঙ্গ করে দেওয়ার মতো অপরাধের জন্যই যাবজ্জীবনের শাস্তি পেয়েছে লরেন্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.