Advertisement
Advertisement
US murder

নৃশংস! নৈশভোজে মাকে খুন করে বোনের সঙ্গে উদ্দাম নাচ যুবকের

মানসিক রোগে আক্রান্ত বলে দাবিও করে খুনি।

US man is in custody for allegedly kill mother at dinner table and dances with sister after the incident | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 28, 2020 1:58 pm
  • Updated:December 28, 2020 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৈশভোজে গুলি করে মাকে খুন করার পর সেলিব্রেশন! নাবালিকা বোনের সঙ্গে উদ্দাম নাচ নাচল যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) স্প্রিংভিলে এলাকায়। মাইক লোপেজ নামের ২৩ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তার ১৪ বছরের নাবালিকা বোনকেও।

পুলিশের কাছে মাইকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তারই ১৭ বছরের আরেক বোন। ঘটনাস্থলে সেও উপস্থিত ছিল। পুলিশকে ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, মা ভিক্টোরিয়া রামিরেজ, মাইক এবং তাঁর ১৪ বছরের বোনের সঙ্গেই নৈশভোজ সারছিল সে। আচমকা মাইক ও ছোট বোনের মধ্যে চোখের ইশারায় কিছু কথা হয়। তারপরই মাইক ভিক্টোরিয়াকে গুলি করে। নৈশভোজের টেবিলেই লুটিয়ে পড়েন ৪৩ বছরের মহিলা। ঘটনার পরই উল্লাসে নাচতে থাকে মাইক ও তার ১৪ বছরের বোন। ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে ১৭ বছরের কিশোরী। বাথরুমের জানলা দিয়ে পালিয়ে নিজের বড় বোনকে ফোন করে। তিনিই পুলিশকে খবর দেন।

Advertisement

[আরও পড়ুন: বালুচিস্তানের চেকপোস্টে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৭ জন পাকিস্তানি সেনা]

জানা গিয়েছে, খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় মাইক বাথটবে বেহুশ হয়ে পড়ে ছিল। হাতে ছিল বন্দুকটি। প্রথমে মানসিক রোগে আক্রান্ত হওয়ার নাটক করছিল সে। পরে জানা যায়, মানসিক রোগ নয় মাদকাসক্ত ২৩ বছরের যুবক। ঘটনার সময়ও গাঁজার নেশায় আচ্ছন্ন ছিল সে। ১৭ বছরের কিশোরী জানায়, ছোট বোনকেও মাদক সরবরাহ করত মাইক। এলাকার মাদকাসক্তদের সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল দু’জনের।

[আরও পড়ুন: চাপে পড়ে পিছু হঠলেন ট্রাম্প, সই করলেন কোভিড মোকাবিলা সংক্রান্ত বিশেষ বিলে]

এদিকে, মায়ের মৃত্যু নিয়ে ভাবলেশহীন ১৪ বছরের কিশোরী। ঘন ঘন বয়ান বদল করছে সে। পুলিশের প্রশ্নের জবাবে প্রথমে সে জানিয়েছিল, ওই মহিলা নাকি তার মা নন। পরে জানায় সেই সময় সে বাথরুমে ছিল। পরে আবার গানের ছন্দে নাচার কথা স্বীকার করে নেয়। গানের কথা মনে করার চেষ্টা করে। নাবালিকাকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে মনোবিদের তত্ত্বাবধানে রাখা হবে বলে জানা গিয়েছে। মাইককে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement