সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মার্কিন সফরেই ড্রোন কেনার বিষয়টি আরও গুরুত্ব সহকারে তুলে ধরতে চাইছে আমেরিকা (USA)। জানা গিয়েছে, বহুদিন ধরেই আমেরিকা থেকে সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহী ভারত। কিন্তু প্রযুক্তি হস্তান্তরে আমেরিকার অনীহা ও ভারতে লাল ফিতের জটের কারণে এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী আমেরিকা।
জানা গিয়েছে, আগামী ২২ জুন মোদির সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে আসবেন ড্রোন প্রস্তুতকারী সংস্থার কর্তারা। অন্তত ৩০টি ড্রোন কিনতে পারে ভারত, এমনটাই সম্ভাবনা রয়েছে। এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন কিনতে আগ্রহী ভারত। তার ফলে দুই দেশের মধ্যে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হতে পারে। তবে পুরো বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে বলে সূত্রের খবর। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে প্রশ্ন করা হলেও এই প্রসঙ্গে কিছুই জানা যায়নি।
বলে রাখা ভাল, হালফিলে ইরানের জেনারেল তথা কাডস ফোর্সের প্রধান কাশেম সোলেমানি এবং আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি হত্যায় ব্যবহার করা হয়েছিল এমকিউ ৯ রিপার ড্রোন। এবার ওই সিরিজের এমকিউ-৯বি সি গার্ডিয়ান সংস্করণটি কিনতে পারে ভারত বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
শুধু ড্রোনই নয়, সামরিক ক্ষেত্রে আরও নানা অস্ত্র কেনা নিয়েও আলোচনা হবে নরেন্দ্র মোদি ও জো বাইডেনের (Joe Biden) মধ্যে। সেনা পরিবহনের যানবাহনও আমেরিকা থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে ভারতের, এমনটাই শোনা গিয়েছে। প্রসঙ্গত, চিনের পালটা দিতে ভারতের প্রতিরক্ষা বিভাগ আরও শক্তিশালী হোক সেটাই চায় আমেরিকা। সেই জন্যই লাল ফিতের জট কাটিয়ে এই সশস্ত্র ড্রোন বিক্রি করতে আগ্রহী বাইডেন প্রশাসন, এমনটাই শোনা যাচ্ছে।
ভারতের তরফে অবশ্য ড্রোন কেনা নিয়ে কিছুই জানা যায়নি। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, “অস্ত্র বা ড্রোন কেনা হবে কিনা, সেই সিদ্ধান্ত আমাদের হাতে নেই। ভারতের প্রশাসন যা ঠিক করবে সেটাই চূড়ান্ত। তবে আমেরিকার সঙ্গে এই নিয়ে ভারতের চুক্তি হোক, সেটাই আমরা চাই।” তবে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে জোর দিচ্ছে ভারত। এহেন পরিস্থিতিতে মার্কিন ড্রোন কেনা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.