Advertisement
Advertisement
আল কায়দা

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা, খতম শীর্ষ আল কায়দা জঙ্গি

এর ফলে বিশ্বজুড়ে থাকা আল কায়দার সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে আমেরিকা

US kills Qasim al-Rimi, leader of al-Qaeda in Yemen
Published by: Soumya Mukherjee
  • Posted:February 7, 2020 10:15 am
  • Updated:February 7, 2020 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনের লড়াইয়ে ফের বড়সড় সাফল্য পেল আমেরিকা। ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে খতম করল আরব অঞ্চলে আল কায়দার দায়িত্বে থাকা কাসিম আল-রিমিকে। আর ইমপিচমেন্ট প্রক্রিয়ায় বেকসুর খালাস পাওয়ার পরেই ফের স্বমূর্তিতে ফিরলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে যতই তাঁর বিরোধীরা যতই চিৎকার করুন না কেন, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে আমেরিকা যে ক্রমাগত লড়াই চালিয়ে যাবে তা স্পষ্ট করে দিলেন।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, ‘সম্প্রতি আমেরিকা ইয়েমেনে সন্ত্রাস দমন অভিযান চালানোর সময় বড় সাফল্য অর্জন করেছে। মার্কিন ড্রোনের আক্রমণে খতম হয়েছে আরব অঞ্চল (AQAP)-র শীর্ষ আল কায়দা নেতা কাসিম আল-রিমি। কুখ্যাত এই জঙ্গির নেতৃত্বে আরব অঞ্চলের আল কায়দা জঙ্গিরা প্রচুর নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। এর জেরে প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি অনেক মার্কিন সেনারও মৃত্যু হয়েছে। আমেরিকার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র করেছে সে। দীর্ঘদিন ধরেই ওই কুখ্যাত জঙ্গিকে খতম করার চেষ্টা চলছিল। অবশেষে তা সম্পন্ন হয়েছে।’

[আরও পড়ুন: জন্মেই করোনার কবলে ইউহানের শিশু, মাতৃগর্ভেই কি সংক্রমণ? উঠছে বড়সড় প্রশ্ন]

 

ওই আল কায়দা জঙ্গির মৃত্যুর কথা বিবৃতি দিয়ে ঘোষণা করলেও এই ঘটনার সময় প্রসঙ্গে কিছু জানাননি তিনি। তবে এই ঘটনার ফলে আরব অঞ্চলে থাকা আল কায়দার সংগঠন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন। বলেন, ‘ওর মৃত্যু আরব তথা বিশ্বজুড়ে থাকা আল কায়দা জঙ্গিদের আতঙ্কিত করে তুলবে। এর ফলে থমকে যাবে ওদের নাশকতামূলক কাজকর্মও।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement