সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনের লড়াইয়ে ফের বড়সড় সাফল্য পেল আমেরিকা। ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে খতম করল আরব অঞ্চলে আল কায়দার দায়িত্বে থাকা কাসিম আল-রিমিকে। আর ইমপিচমেন্ট প্রক্রিয়ায় বেকসুর খালাস পাওয়ার পরেই ফের স্বমূর্তিতে ফিরলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে যতই তাঁর বিরোধীরা যতই চিৎকার করুন না কেন, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে আমেরিকা যে ক্রমাগত লড়াই চালিয়ে যাবে তা স্পষ্ট করে দিলেন।
At the direction of President Trump, the U.S. conducted a counterterrorism operation in Yemen that successfully eliminated Qasim al-Rimi, a founder and the leader of al-Qa’ida in the Arabian Peninsula and a deputy to al-Qa’ida leader Ayman al-Zawahiri. https://t.co/ayOmTpzH04
— The White House (@WhiteHouse) February 6, 2020
বৃহস্পতিবার এপ্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, ‘সম্প্রতি আমেরিকা ইয়েমেনে সন্ত্রাস দমন অভিযান চালানোর সময় বড় সাফল্য অর্জন করেছে। মার্কিন ড্রোনের আক্রমণে খতম হয়েছে আরব অঞ্চল (AQAP)-র শীর্ষ আল কায়দা নেতা কাসিম আল-রিমি। কুখ্যাত এই জঙ্গির নেতৃত্বে আরব অঞ্চলের আল কায়দা জঙ্গিরা প্রচুর নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। এর জেরে প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি অনেক মার্কিন সেনারও মৃত্যু হয়েছে। আমেরিকার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র করেছে সে। দীর্ঘদিন ধরেই ওই কুখ্যাত জঙ্গিকে খতম করার চেষ্টা চলছিল। অবশেষে তা সম্পন্ন হয়েছে।’
ওই আল কায়দা জঙ্গির মৃত্যুর কথা বিবৃতি দিয়ে ঘোষণা করলেও এই ঘটনার সময় প্রসঙ্গে কিছু জানাননি তিনি। তবে এই ঘটনার ফলে আরব অঞ্চলে থাকা আল কায়দার সংগঠন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন। বলেন, ‘ওর মৃত্যু আরব তথা বিশ্বজুড়ে থাকা আল কায়দা জঙ্গিদের আতঙ্কিত করে তুলবে। এর ফলে থমকে যাবে ওদের নাশকতামূলক কাজকর্মও।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.