Advertisement
Advertisement

Breaking News

Pakistan

বাইডেন ‘বিপজ্জনক দেশ’ বললেও পাকিস্তানেই ভরসা আমেরিকার! মার্কিন মুখপাত্রের মন্তব্যে অন্য সুর

যদিও বাইডেনের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি মার্কিন বিদেশ দপ্তর।

'US is confident of Pakistan's commitment ', says US Spokesperson। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 18, 2022 2:05 pm
  • Updated:October 18, 2022 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনজক দেশ পাকিস্তান, এমনটাই বলেছিলেন মার্কিন (US) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। জানিয়েছিলেন, পারমাণবিক অস্ত্র থাকলেও সেগুলি ভুল জায়গায় ব্যবহার করে পাকিস্তান। কিন্তু তারপরই আমেরিকার মুখে শোনা গেল অন্য কথা। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেলের দাবি, আমেরিকা নিশ্চিত পাকিস্তান কথা রাখবে এবং নিজেদের পারমাণবিক অস্ত্রগুলিকে ঠিকই রক্ষা করবে। এমন পরস্পরবিরোধী মন্তব্যে স্বাভাবিক ভাবেই অবাক ওয়াকিবহাল মহল।

ঠিক কী বলেছিলেন বেদান্ত? মার্কিন মুখপাত্র বলেন, ”পাকিস্তানের (Pakistan) পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতা এবং তার প্রতিশ্রুতিতে আমেরিকা বিশ্বাস করে। আমেরিকা পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয়।”

Advertisement

[আরও পড়ুন: মায়ের দেওয়া সানস্ক্রিন ব্যবহার করেন? ভারত জোড়ো যাত্রায় প্রশ্নের মুখে রাহুল]

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বাইডেন যা বলেছেন সেকথার তাহলে কী তাৎপর্য? এই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে সম্মত হয়নি মার্কিন বিদেশ দপ্তর। বরং প্যাটেল পরিষ্কার করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বরাবরই গুরুত্ব সহকারে দেখে আমেরিকা। এবং ভবিষ্যতেও গভীর ভাবে সেই সম্পর্ককে রক্ষা করতে চায় ওয়াশিংটন।

কিন্তু বাইডেন কী বলেছিলেন? গত শুক্রবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমার মনে হয়, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু সেগুলি সঠিকভাবে ব্যবহার করা হয় না।” তবে জানা যায়, এই কথাগুলি বলার সময় টেলিপ্রম্পটার ছিল না বাইডেনের সামনে। তাছাড়া তিনি যখন এই মন্তব্য করেছিলেন, তার কোনও ভিডিও রেকর্ডিংও হয়নি। সেই জন্য অনেকেরই অনুমান ছিল, বিদেশনীতি সম্পর্কে একেবারে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন বাইডেন। তাঁর সরকার কী মনে করে, সেই সম্পর্কে একেবারেই ভাবনাচিন্তা করেননি তিনি। অবশেষে মার্কিন মুখপাত্রের মন্তব্য বুঝিয়ে দিল, প্রেসিডেন্ট যাই বলুন না কেন, আদপে আমেরিকা ইসলামাবাদকে সঙ্গে নিয়েই চলতে চায়।

[আরও পড়ুন: কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা, ভেঙে পড়ল কপ্টার, অন্তত ৬ জনের মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement