সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির (Narendra Modi) ভারত যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানের (Pakistan) প্ররোচনার বিরুদ্ধে। বিগত সরকারগুলি যা পারেনি। এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান নীতির প্রশংসা করল মার্কিন (America) গোয়েন্দা দপ্তর। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে একটি রিপোর্ট দিয়েছে গোয়েন্দারা। সেখানে বলা হয়েছে, ভারতের বর্তমান সরকার পাকিস্তানের প্ররোচনার তৎক্ষণাৎ জবাব দিচ্ছে। যা আগে দেখা যেত না।
মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স তাদের রিপোর্টে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই সঙ্গে ইসলামাবাদের জঙ্গি উসকানির বিষয়টিকেও মান্যতা দেওয়া হয়েছে। ভারত বারবার যে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক মঞ্চে। রিপোর্টে সরাসরি বলা হয়েছে, “দীর্ঘদিন ধরে একাধিক জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তান সমর্থন করছে, যারা ভারত-বিরোধী কার্যকলাপ চালিয়ে থাকে।” এর পরেই বলা হয়েছে, “বিগত সরকারগুলির তুলনায় ভারতের বর্তমান সরকার পাকিস্তানের প্ররোচনার বিরুদ্ধে অনেক বেশি সক্রিয়।” পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, কাশ্মীর নিয়ে দু’ দেশের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দু’টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে তেমনটা ঘটলে তা মারাত্মক হতে পারে। রিপোর্টে ভারত-চিন সম্পর্ক নিয়েও চিন্তা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা।
উল্লেখ্য, সাম্প্রতিককালে ভারতে জঙ্গি হামলার পর কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছে কেন্দ্রকে। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার বলেন, এটা নতুন ভারত। দেশের ওপর হামলা হলে প্রত্যাঘাত করা হবে।
সম্প্রতি ইউক্রেনের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য সভিয়াতোস্লাভ ইউরাশ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের অবস্থানের প্রশংসা করেন। রুশ হামলায় ইউক্রেনের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার জন্য মোদিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, “ভারত সেই দেশগুলির একটি, যে এই শতাব্দীর ভাগ্য নির্ধারণ করবে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের অবস্থান প্রশংসনীয়। আমাদের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদি ফোনে কথা বলছেন। তাঁকে ধন্যবাদ। ইউক্রেনের প্রতি ভারতের মানবিক পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.