সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই ভারতীয় নৌবাহিনীর সঙ্গী হতে চলেছে অত্যাধুনিক ‘সোনোবয়’। ডুবোজাহাজ খুঁজতে পারদর্শী অত্যাধুনিক এই প্রযুক্তি ভারতকে বিক্রির ছাড়পত্র দিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিকেন। শনিবার ওয়াশিংটনের তরফে এ কথা জানানো হয়েছে। অত্যাধুনিক এই যন্ত্রের আনুমানিক দাম আমেরিকার তরফে ঠিক করা হয়েছে ৫২.৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪২.৫৩ কোটি।
ভারতকে সোনোবয় বিক্রির প্রসঙ্গে শনিবার এক বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থা ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সি। তাদের বক্তব্য অনুযায়ী, এই প্রযুক্তি বিক্রির বিষয়ে প্রয়োজনীয় শংসাপত্র পেতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে ভারত আমেরিকা থেকে মোট ৩ ধরনের সোনোবয় কিনতে চেয়েছে। এই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্র চালানোর প্রয়োজনীয় সকল সামগ্রী চাওয়া হয়েছে। জানা যাচ্ছে, নৌসেনার মাল্টি মিশন এমএইচ-৬০ আর সি হক হেলিকপ্টারে নিযুক্ত করা হবে এই সোনোবয়।
বর্তমানে আমেরিকাতে রয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার তিনি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড আস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্র নেতার মধ্যে। জানা যাচ্ছে, এই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা নিয়ে কথা হয়েছে দুই জনের। দুই রাষ্ট্র নেতার বৈঠকের পরই ভারতকে সোনোবয় বিক্রিতে সবুজ সংকেত দিল আমেরিকা।
জানা গিয়েছে, ডুবোজাহাজ খোঁজায় দক্ষ এই অত্যাধুনিক সোনোবয় যন্ত্রগুলি দেখতে লম্বা সিলিন্ডারের মতো। লম্বা বাক্সের মধ্যে রাখা থাকে সেটি। এর ভিতরে থাকা সেন্সরগুলির মাধ্যমে নির্ধারণ করা হয় সমুদ্রের কোথায় ডুবোজাহাজ রয়েছে। অত্যাধুনিক এই সোনোবয় ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হলে বঙ্গোপসাগরে হানাদারি চালানো চিন জব্দ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.