Advertisement
Advertisement

Breaking News

এবার ‘দেউলিয়া’ সুইস ব্যাংক, যৌথ বিবৃতিতে পরিস্থিতি সামালের আশ্বাস মার্কিন-ইউরোপীয় সংস্থার

দুই মার্কিন ব্যাংকের পর এবার বন্ধ হতে বসেছে সুইজারল্যান্ডের ব্যাংক।

US, European banks issues statement after Swiss Credit Bank about to sold | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 20, 2023 10:21 am
  • Updated:March 20, 2023 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর বন্ধ হয়েছে দুই মার্কিন ব্যাংক (USA Bank)। এবার তার প্রভাব পড়ল ইউরোপেও। সুইজারল্যান্ডের বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক (Credit Swiss Bank) কিনে নিতে চলেছে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড। জানা গিয়েছে, ৩০০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি হয়ে যাবে সুইজারল্যান্ডের প্রাচীন ব্যাংকটি। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বের নানা দেশের ব্যাংকের তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হয়েছে, খুব তাড়াতাড়িই আর্থিক সংকট কেটে যাবে।

সংবাদসংস্থা রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে এক ধাক্কায় ক্রেডিট সুইস ব্যাংকের এক চতুর্থাংশ শেয়ার পড়ে যায়। নিজেদের বাঁচাতে সরকারের কাছে বিপুল ঋণ নিতে আবেদন করে। তারপরেই ইউনিয়ন ব্যাংকের তরফে জানানো হয়, ধুঁকতে থাকা সুইস ক্রেডিট ব্যাংক কিনে নিতে আগ্রহী তারা। বিশেষজ্ঞদের মতে, আপাতত পুরোপুরি অধিগ্রহণ হবে না সুইস ক্রেডিট ব্যাংক। তবে দুই ব্যাংক একত্রিত হয়ে কাজ করবে। ফলে চাকরি হারাতে পারেন বিপুল সংখ্যক কর্মী।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুকে চাপে রাখতে নয়া কৌশল, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি বঙ্গ বিজেপির বিরোধী গোষ্ঠীর]

এই খবর প্রকাশ্যে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের মতো দেশগুলির সরকারি ব্যাংকগুলি যৌথ বিবৃতি জারি করে। মার্কিন ফেডেরাল রিজার্ভের তরফে জানানো হয়েছে, অতিমারীর পরে এমন আর্থিক দুরবস্থা দেখা যায়নি। কিন্তু কানাডা, জাপান-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন ব্যাংক। বাজারে যেন নগদের লেনদেন সচল থাকতে পারে, যৌথভাবে সেই চেষ্টা চলছে। অন্যদিকে ইউরোপীয় ব্যাংকের দাবি, প্রয়োজন পড়লে ব্যাংকগুলিকে ঋণ দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই এই দুর্দশা কেটে যাবে বলেই আশাবাদী পশ্চিমি দেশের ব্যাংকগুলি। 

[আরও পড়ুন: ‘সময়ের চেয়ে এগিয়ে ভেবেছি’, বলছেন মোহনবাগানের সভাপতি টুটু বোস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement