Advertisement
Advertisement

ঐতিহাসিক রুশ-মার্কিন পরমাণু অস্ত্র চুক্তি বাতিল, ঘোষণা ট্রাম্পের

চরমে রুশ-মার্কিন দ্বন্দ্ব৷

US ending decades-old nuclear arms treaty with Russia
Published by: Tanujit Das
  • Posted:October 21, 2018 4:33 pm
  • Updated:October 21, 2018 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত কয়েক দশকের পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলো আমেরিকা৷ ১৯৮৭-তে আমেরিকা-রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হওয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি৷ তখন সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গোর্ভাচেভ৷ সেই চুক্তি থেকে বেরিয়ে আসার কথাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই চুক্তির শর্তগুলি লঙ্ঘন করেছে রাশিয়া৷ ফলে এই চুক্তি রাখার কোনও সারবত্তা নেই বলেই মার্কিন প্রেসিডেন্টের দাবি৷

[এস-৪০০ নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান, ফের শুরু ইসলামাবাদের বয়ানবাজি]

Advertisement

এখানেই শেষ নয়, পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কেন এই চুক্তি থেকে বেরিয়ে আসেননি সেই প্রশ্নও তোলেন ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ”আমি জানি না কেন প্রেসিডেন্ট ওবামা এই চুক্তি বাতিল করেননি৷ তবে আমরা এই ভাবে চুক্তি লঙ্ঘন করতে দেব না৷ আমরা বরাবরই চুক্তিকে সম্মান দিয়ে এসেছি৷ কিন্তু রাশিয়া কোনও সময়ই এই চুক্তিকে সম্মান করেনি৷ তারা বারবার চুক্তি লঙ্ঘন করেছে৷ তাই আমরা এই চুক্তি এখানেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছি৷”

[দূতাবাসেই মৃত্যু হয় খাশোগ্গির, অবশেষে স্বীকারোক্তি সৌদি আরবের]

যদিও এই চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া৷ তাঁদের পালটা যুক্তি, বিশ্বে একক ক্ষমতা কায়েমের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা৷ তাঁদের প্রধান লক্ষ্য বিশ্বের একমাত্র সুপারপাওয়ার হিসাবে থাকা। জানা গিয়েছে, ওই চুক্তির ফলে ৩০০ কিলোমিটার থেকে ৩৪০০ কিলোমিটারের মধ্যে মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ নিষিদ্ধ করা হয়। কিন্তু আমেরিকার অভিযোগ, চুক্তি লঙ্ঘন করে মস্কো অত্যাধুনিক মাঝারি মাত্রার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement