সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও সহজে পূরণ হবে ‘আমেরিকান ড্রিম’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে ভিসা নীতিতে নতুন চমক। এবার আমেরিকায় বসেই এইচ১বি (H1B) ভিসা রিনিউ করতে পারবেন ভারতীয় অভিবাসীরা।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয় আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন। তাঁদের সুখবর দিয়ে শনিবার প্রধানমন্ত্রী জানান, বেঙ্গালুরু ও আহমেদাবাদে আরও দু’টি কনসুলেট খুলবে আমেরিকা। শনিবার ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দেন মোদি। মার্কিন ওয়ার্ক ভিসা নীতির সরলীকরণ নিয়ে তিনি ঘোষণা করেন, এবার আমেরিকায় বসেই এইচ১বি (H1B) ভিসা রিনিউ করতে পারবেন ভারতীয়রা। শুধু মাত্র এই কাজের জন্যই তাঁদের আর বারবার দেশে ফিরতে হবে না।
জানা গিয়েছে, বাইডেন- মোদি বৈঠকে ‘পিপল টু পিপল’ উদ্যোগের আওতায় এইচ১বি ভিসা নীতিতে বদল আনা হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। উল্লেখ্য, আমেরিকায় (America) গিয়ে কাজ করার দিক দিয়ে বিচার করলে এই বিশেষ শ্রেণির ভিসাটি ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। তবে গত জানুয়ারি মাসে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রস্তাব করেছিল এইচ-ওয়ানবি ভিসার ফি ৪৬০ মার্কিন ডলার থেকে বেড়ে ৭৮০ ডলার করা হোক।
উল্লেখ্য, এইচ১বি ভিসা বিতর্ক নতুন কিছু নয়। এর আগে ভিসা বাতিলের পক্ষে যুক্তি দেখিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থনীতিতে বিস্তর প্রভাব ফেলেছে করোনা মহামারী। কোভিড-১৯-এর জেরে ধাক্কা খেয়েছে মার্কিন অর্থনীতি। মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে কাজের পরিস্থিতিতে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগে প্রচণ্ড ধাক্কা খেয়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামো। তাই দেশেই কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.