নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha 2024) মধ্যে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা! বিস্ফোরক অভিযোগ এনেছিল রাশিয়া। তবে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে আমেরিকা। তাদের সাফ দাবি, মোটেই ভারতের নির্বাচনে নাক গলাচ্ছে না ওয়াশিংটন। শুধু ভারত নয়, কোনও দেশের নির্বাচনেই হস্তক্ষেপ করে না তারা।
রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, আমেরিকার উদ্দেশ্য হল ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল করে তোলা। লোকসভা নির্বাচনকে জটিল করে তোলা। ওয়াশিংটন ভারতের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ আনেন মারিয়া।
দিন কয়েক আগে মার্কিন (USA) ফেডারেল কমিশনের একটি রিপোর্টে দাবি করা হয়, ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে। সেই রিপোর্টকে হাতিয়ার করেই আমেরিকাকে তোপ দেগেছে রাশিয়া। সেদেশের দাবি, ভারতের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটন অবহিত নয়। এই কারণেই ধর্মীয় স্বাধীনতার নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগ’ চালিয়ে যাচ্ছে। এমনকি খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে আমেরিকা মিথ্যা প্রচার চালাচ্ছে, এমনটাও দাবি করে রাশিয়া।
তবে রাশিয়ার আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারতের নির্বাচনে আমরা মোটেই নাক গলাই না। বিশ্বের কোনও দেশের নির্বাচনেই আমেরিকা হস্তক্ষেপ করে না। ভারতে কে সরকার গড়বে সেটা ভারতের জনতা নির্বাচন করেন।” যদিও পান্নুন খুনের ছকে ভারতের ভূমিকা নিয়ে মিলার কিছু বলতে চাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.