Advertisement
Advertisement

Breaking News

Rana

রানার প্রত্যর্পণে স্থগিতাদেশ, ফের ভারতের হাত থেকে ফসকে গেল মুম্বই হামলার চক্রী?

থমকে গেল মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে পাঠানোর প্রক্রিয়া।

US Court Stays Extradition On Tahawwur Rana Pending His Appeal | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 22, 2023 11:05 am
  • Updated:August 22, 2023 11:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থমকে গেল মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে পাঠানোর প্রক্রিয়া। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ওই ব্যবসায়ীকে ভারতে প্রত্যপর্ণে স্থগিতাদেশ দিল আমেরিকার আদালত।

আমেরিকায় জেলবন্দি রানাকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুতি চালাচ্ছে জো বাইডেনের প্রশাসন। গত মে মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে মামলা করে রানা। যার শুনানি এখনও চলছে। পিটিআই সূত্রে খবর, সেই মামলার প্রসঙ্গ টেনে ১৮ আগস্ট রানার প্রত্যপর্ণে স্থগিতাদেশ দেয় ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট। বিচারক ডেইল এস ফিশার রায়ে বলেন, “যেহেতু ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে মামলা বিচারাধীন তাই রানার ভারতে প্রত্যপর্ণে স্থগিতাদেশ দেওয়া হল।”

Advertisement

[আরও পড়ুন: ‘নমস্কার মোদিজি’, BRICS সামিটে নমোকে স্বাগত জানালেন জন্টি রোডস]

২৬/১১ মুম্বই হামলার পর কেটে গিয়েছে প্রায় দেড় দশক। এখনও দোষীদের শাস্তির জন্য অপেক্ষা করছেন জেহাদি তাণ্ডবে নিহত ও আক্রান্তদের পরিবার। আজমল কাসভের ফাঁসি হলেও আমেরিকায় বহাল তবিয়তে রয়েছে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। দীর্ঘ টানাপোড়েনের পর এবার পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। কিন্তু সেই তোড়জোড়ে বাধ সেধেছে আদালত।

উল্লেখ্য, শৈশবের বন্ধু পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলি যে হামলার সঙ্গে যুক্ত, তা জানত রানা (Tahawwur Rana)। এ ব্যাপারে হেডলিকে সাহায্য করেছিল সে। হামলার জন্য হেডলি কী পরিকল্পনা নিয়েছিল রানা সবই জানত। পরে তদন্তকারীদের কাছে রানার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় হেডলি। বলে রাখা ভাল, আগেই রানাকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল মোদি সরকার। এরপর গত মে মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত সেই আবেদন মঞ্জুর করে।

[আরও পড়ুন: খারাপ আবহাওয়ায় সেনাকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের চেষ্টা, পাক সীমান্তে নিকেশ দুই জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement