ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর তিনটি ঘাঁটিতে হামলা চালাল আমেরিকা। ওই তিন ঘাঁটি থেকেই কাতাইব নামের গোষ্ঠীটি হামলা চালাত বলে জানা গিয়েছে। আগেই তাদের হামলায় তিন মার্কিন (US) নাগরিক আহত হয়েছিলেন। এবার ‘বদলা’ নিতেই হামলা চালাল আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই হামলাকে ‘প্রয়োজনীয়’ বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছে, আহত তিন মার্কিন নাগরিকের মধ্যে একজডনের অবস্থা গুরুতর। তাঁর কথায়, ”আমার প্রার্থনা সেই সাহসী আমেরিকানদের সঙ্গে রয়েছে, যাঁরা আজকের হামলায় আহত হয়েছেন।”
উল্লেখ্য, ইরানের (Iran) বিদ্রোহী গোষ্ঠী হাউথি সম্প্রতি লোহিত সাগর ও আরব সাগরে ভারতীয় বাণিজ্যতরীতে হামলা চালিয়েছে বলে অভিযোগ আমেরিকার। বেছে বেছে ভারতীয় জাহাজে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণ। মোদি সরকার যুদ্ধের বিরোধিতা করলেও প্রকাশ্যে ইজরায়েলকে পাশে দাঁড়িয়েছে। তার বদলা নিতেই কি হামলা? প্রশ্ন উঠছে। সমুদ্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে এই হামলা নিয়ে চাঞ্চল্যের মাঝে এবার আমেরিকার হামলা ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীর ঘাঁটিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.