Advertisement
Advertisement

পাকিস্তানকে আর্থিক সাহায্য বাতিল আমেরিকার

হোয়াইট হাউসের আপত্তি অগ্রাহ্য করে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাবই বাতিল করে দিল আমেরিকার হাউস অফ রিপ্রেজেণ্টেটিভ৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 10:34 am
  • Updated:May 21, 2016 10:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের আপত্তি অগ্রাহ্য করে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাবই বাতিল করে দিল আমেরিকার হাউস অফ রিপ্রেজেণ্টেটিভ৷ সন্ত্রাসের বিরু‌দ্ধে লড়ার জন্য আমেরিকার ‘দীর্ঘদিনের. সহযোগী’ পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ৩৭৫ কোটি টাকা) আর্থিক সাহায্য দেওয়ার. প্রস্তাব দিয়েছিল হোয়াইট হাউস৷ কিন্তু মার্কিন পার্লামেণ্টের সদস্যদের মধ্যে এখন পাকিস্তানের প্রতি অবিশ্বাস, সন্দেহ ও ঘৃণা এতই  তীব্র আকার নিয়েছে যে হাউস অফ রিপ্রেজেণ্টেটিভস পত্রপাঠ ভোটাভুটির মাধ্যমে ওই প্রস্তাব বাতিল করে দিয়েছে৷ পাকিস্তানকে সাহায্য দেওয়ার পক্ষে ভোট পড়ে ১৪৭৷ বিপক্ষে ভোট পড়ে ২৭৭টি৷ মার্কিন পার্লামেণ্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেণ্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ হলেন রিপাবলিকানরা৷ বুধবার ভোটাভুটির মাধ্যমে তাঁরা ‘জাতীয় প্রতিরক্ষা কর্তৃত্ব আইন ২০১৭’ বি অনুমোদন করেন৷ ওই আইনের ক্ষমতাবলেই তাঁরা পাকিস্তানকে দিতে চলা সাহায্য পুরোপুরি বাতিল করে দেন৷ এই আইনটি এখন মার্কিন সেনেটে গিয়েছে অনুমোদনের জন্য৷ সেখানে বিলটি (এইচ আর নম্বর. ৪৯১৯) পাস হলেই তা যাবে প্রেসিডেণ্ট বারাক ওবামার কাছে তাঁর স্বাক্ষর ও সম্মতির জন্য৷ জানা গিয়েছে, পাকিস্তানকে সাহায্য বন্ধ করতে এককাট্টা হয়ে বিলটি অনুমোদন করতে বড় ভূমিকা নিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য মার্ক থর্নবেরি ও ডানা রোরাবাশের৷  কিন্তু কেন এই সিদ্ধান্ত?

মার্কিন কংগ্রেস সূত্রে খবর, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন তলানিতে৷চরমে উঠেছে তিক্ততা৷ সম্পর্ক হঠাৎ একদিনে খারাপ হয়নি৷ কারণ পাকিস্তানের লাগাতার দ্বিচারিতা, আমেরিকাকে বার বার বোকা বানানোর কৌশল, সন্ত্রাসে মদত, উন্নয়নের খাতে দেওয়া অর্থ বেলাগাম খরচ করা, মার্কিন আর্থিক সাহায্য আত্মসাৎ করা ইত্যাদি নানা অভিযোগে ক্ষুব্ধ হয়েই মার্কিন সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে, পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া রুখতে আদাজল খেয়ে নেমেছিল আমেরিকায় সক্রিয় ভারতের লবি৷ আমেরিকায় কর্মরত প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত বণিক কর্তারা, টেকনোক্র্যাট ও ব্যুরোক্র্যাটরা ভারতের হয়ে জোরালো লবি করায় পাকিস্তান এফ-১৬ বিমানের বরাত কেঁচে যায়৷ তাছাড়া ভারতের প্রতি সদয় ও সহানুভূতিশীল মার্কিন কংগ্রেসের বেশ কয়েক জন সদস্য অতিসক্রিয় হয়ে পাকিস্তানের প্রাপ্য আর্থিক সাহায্য বাতিল করে দিয়েছে৷ যদিও মার্কিন কূটনীতিকরা পাক জল্পনা উড়িয়ে দিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, পাকিস্তান আফগানিস্তানে সন্ত্রাস রফতানি করছে৷ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই হাক্কানি নেটওয়ার্ককে মদত দিচ্ছে৷ তারা তালিবানকেও মদত দিচ্ছে৷ পাক মদতে জঙ্গি হামলায় আফগানিস্তানে সাধারণ মানুষ, সেনা, পুলিশ হতাহত হচ্ছেন আগের থেকে বেশি৷ আমেরিকার দুই বন্ধু দেশ ভারত ও আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসে মদত পাকিস্তান বন্ধ করছে না৷ বার বার বলা সত্ত্বেও পাকিস্তান তার নীতি বদলাচ্ছে না৷ দ্বিতীয়ত, লাদেনকে ধরিয়ে দিয়েছিলেন যে ডাক্তার সেই শাকিল আফ্রিদিকে অন্ধকার সেলের কাল কুঠরিতে গত পাঁচ বছর ধরে বিনা বিচারে আটকে রেখেছে পাকিস্তান৷ লাদেনকে ধরিয়ে দেওয়ার শাস্তি হিসাবে তাঁকে দেশদ্রোহিতার সাজানো অভিযোগে বন্দি করা হয়েছে৷ আমেরিকা বার বার অনুরোধ করা হলেও তাঁকে মুক্ত দেওয়া হচ্ছে না৷

Advertisement

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement