Advertisement
Advertisement
মার্কিন উপকূলরক্ষী বাহিনী

সাবমেরিনে মাদক পাচার রুখে দিলে মার্কিন সেনা, দেখুন রোমহর্ষক অভিযানের ভিডিও

সাবমেরিনটি থেকে উদ্ধার হয়েছে ১৭ হাজার পাউন্ড কোকেন, মার্কিন বাজার যার মূল্য ২৩২ মিলিয়ন ডলার৷

US Coast Guards Leap Onto
Published by: Tanujit Das
  • Posted:July 12, 2019 4:57 pm
  • Updated:July 12, 2019 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন কোনও সিনেমার দৃশ্য৷ সমুদ্রের মধ্যে প্রবল গতিতে ছুটে চলেছে একটি সাবমেরিন৷ যার পিছনে ধাওয়া করছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ সাঁ সাঁ গতিতে স্পিড বোট ছুটিয়ে ওই শত্রু সাবমেরিনের পিছু করছে তাঁরা৷ অবশেষে পাকড়াও হয় ওই সাবমেরিনটি৷ এবং তার মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কোকেন৷ যা দেখে হতবাক উপকূলরক্ষী বাহিনী৷ গোটা অভিযানটি ক্যামেরাবন্দি করেন তাঁরা৷ পরে সেই রোমহর্ষক অভিযানের ভিডিওই টুইট করে ইউএস কোস্ট গার্ড৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ভিডিওটি৷ যা দেখে মুগ্ধ নেটিজেনরা৷

[ আরও পড়ুন: ‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প]

Advertisement

জানা গিয়েছে, গত ১৮ জুন রোমাঞ্চকর এই ঘটনাটি ঘটেছে কলম্বিয়া ও ইকুয়েডর উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে। সূত্রের খবর, দেশে মাদক ব্যবসায়ীদের রমরমা রুখতে দীর্ঘদিন ধরেই এই অংশে নজরদারি চালাচ্ছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ বিশ্বস্ত সূত্রে তাঁদের কাছে আগাম খবর ছিল যে, সাবমেরিনে করে ওইদিন মাদক পাচারের চেষ্টা হতে পারে৷ সেনা জানিয়েছে, খবর পাওয়ার মাত্রই জলপথে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়৷ আকাশপথেও নজরদারির ব্যবস্থা করা হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷ উপকূলরক্ষী বাহিনীর স্পাই ড্রোনে সন্দেহজনক সাবমেরিনটিকে দেখতে পান সেনা আধিকারিকরা৷ সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে সেই খবর পৌঁছে দেওয়া হয় সমুদ্রে নজরদারিতে ব্যস্ত বাহিনীর কাছে৷ এবং সেই খবরের সূত্রে ধরেই স্পিড বোটে করে সাবমেরিনটিকে ধাওয়া করে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ অবশেষে সেটি পাকড়াও হয়৷ এবং পাচারকারীদের আটক করা হয়৷

মার্কিন উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৪০ ফুট দীর্ঘ ওই সাবমেরিনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার পাউন্ড কোকেন৷ মার্কিন বাজারে যার মূল্য ২৩২ মিলিয়ন ডলার৷ যদিও ঘটনাটিতে নতুন কিছু দেখছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, আমেরিকায় কোকেন পাচারের সময় বেশিরভাগ ক্ষেত্রেই ছোট সাবমেরিন ব্যবহার হয়ে থাকে৷ যাকে নার্কো-সাব বলা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement