সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন কোনও সিনেমার দৃশ্য৷ সমুদ্রের মধ্যে প্রবল গতিতে ছুটে চলেছে একটি সাবমেরিন৷ যার পিছনে ধাওয়া করছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ সাঁ সাঁ গতিতে স্পিড বোট ছুটিয়ে ওই শত্রু সাবমেরিনের পিছু করছে তাঁরা৷ অবশেষে পাকড়াও হয় ওই সাবমেরিনটি৷ এবং তার মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কোকেন৷ যা দেখে হতবাক উপকূলরক্ষী বাহিনী৷ গোটা অভিযানটি ক্যামেরাবন্দি করেন তাঁরা৷ পরে সেই রোমহর্ষক অভিযানের ভিডিওই টুইট করে ইউএস কোস্ট গার্ড৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ভিডিওটি৷ যা দেখে মুগ্ধ নেটিজেনরা৷
[ আরও পড়ুন: ‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প]
জানা গিয়েছে, গত ১৮ জুন রোমাঞ্চকর এই ঘটনাটি ঘটেছে কলম্বিয়া ও ইকুয়েডর উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে। সূত্রের খবর, দেশে মাদক ব্যবসায়ীদের রমরমা রুখতে দীর্ঘদিন ধরেই এই অংশে নজরদারি চালাচ্ছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ বিশ্বস্ত সূত্রে তাঁদের কাছে আগাম খবর ছিল যে, সাবমেরিনে করে ওইদিন মাদক পাচারের চেষ্টা হতে পারে৷ সেনা জানিয়েছে, খবর পাওয়ার মাত্রই জলপথে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়৷ আকাশপথেও নজরদারির ব্যবস্থা করা হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷ উপকূলরক্ষী বাহিনীর স্পাই ড্রোনে সন্দেহজনক সাবমেরিনটিকে দেখতে পান সেনা আধিকারিকরা৷ সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে সেই খবর পৌঁছে দেওয়া হয় সমুদ্রে নজরদারিতে ব্যস্ত বাহিনীর কাছে৷ এবং সেই খবরের সূত্রে ধরেই স্পিড বোটে করে সাবমেরিনটিকে ধাওয়া করে মার্কিন উপকূলরক্ষী বাহিনী৷ অবশেষে সেটি পাকড়াও হয়৷ এবং পাচারকারীদের আটক করা হয়৷
মার্কিন উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৪০ ফুট দীর্ঘ ওই সাবমেরিনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার পাউন্ড কোকেন৷ মার্কিন বাজারে যার মূল্য ২৩২ মিলিয়ন ডলার৷ যদিও ঘটনাটিতে নতুন কিছু দেখছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, আমেরিকায় কোকেন পাচারের সময় বেশিরভাগ ক্ষেত্রেই ছোট সাবমেরিন ব্যবহার হয়ে থাকে৷ যাকে নার্কো-সাব বলা হয়।
.@VP is welcoming back the crew of CG Cutter Munro as they turn over 39K lbs of cocaine from drug seizures like this one from a semi-submersible off South America to federal agents. We will be live-streaming the offload on Facebook in a few hours. More: https://t.co/5eQRbQpxw5 pic.twitter.com/9bMRorDC4I
— U.S. Coast Guard (@USCG) July 11, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.