Advertisement
Advertisement

পুলওয়ামার জের, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

কোপ পড়ল পাক সাংবাদিকদের ভিসার উপর।

US Changes Visa Policy for Pak nationalists
Published by: Tanujit Das
  • Posted:March 6, 2019 2:22 pm
  • Updated:March 6, 2019 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের জের, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আমেরিকা৷ পাক সাংবাদিকদের ভিসার মেয়াদ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল ট্রাম্প প্রশাসন৷ আগে যেখানে পাঁচ বছরের জন্য মার্কিন ভিসা পেতেন পাক সাংবাদিকরা৷ পুলওয়ামায় ভয়াবহ নাশকতার ঘটনার পর এবার সেই ভিসার মেয়াদ তিন মাস করে দিল মার্কিন দূতাবাস৷

[হিন্দুদের ‘গোমূত্র খাদক’ বলার জের, পদ খোয়ালেন পাকিস্তানের মন্ত্রী ]

Advertisement

বুধবার পাক নাগরিকদের জন্য এই নয়া ভিসানীতি ঘোষণা করেছে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস৷ নয়া নীতিতে একই ভাবে ভিসার মেয়াদ কমানো হয়েছে পাক ধর্মপ্রচারকদের৷ তাদের ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে৷ তবে কোনও পাক নাগরিক ব্যবসা বা ভ্রমণ বা পড়াশোনার উদ্দেশ্যে আমেরিকায় গেলে, তিনি পাঁচ বছরেরই ভিসা পাবেন৷ এক্ষেত্রে অপরিবর্তিত থাকছে ভিসানীতি৷ মেয়াদ কমানোর পাশাপাশি, নয়া নীতিতে বাড়িয়ে দেওয়া হয়েছে ভিসার মূল্য৷ আগে ভিসা পেতে খরচ পড়ত ১৬০ মার্কিন ডলার৷ এখন এর জন্য লাগবে ১৯২ মার্কিন ডলার৷

[ভারতের চাপে নতিস্বীকার, পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি হাফিজের সংগঠন]

উল্লেখ্য, সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তানের উপর দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই পাকিস্তানকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বলে সম্বোধন করেছেন৷ পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ায় বন্ধ করেছে ওয়াশিংটন৷ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ঘটিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ এরপরই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সরব হয়েছে ভারত৷ পাক ভূমিতে ঢুকে সন্ত্রাসদমন অভিযানও করেছে ভারত৷ এবং এর বদলা হিসাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করেছে পাকিস্তান৷ যা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়ার সমান৷ ইতিমধ্যে নয়াদিল্লি অভিযোগ করেছে, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভেঙে ভারতের বিরুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে রাওয়ালপিণ্ডি৷ সেই সংক্রান্ত তথ্য প্রমাণও আমেরিকার হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement