Advertisement
Advertisement
corona virus

একদিনে করোনার বলি ২ হাজারেরও বেশি, ভয়াবহ নজির মৃত্যুপুরী আমেরিকার

দেশের বিভিন্ন জায়গায় গণকবর খোঁড়ার ছবিও প্রকাশ্যে এসেছে।

US becomes first country to record over 2,000 coronavirus deaths in last 24 hours: Report

অঙ্কন: সুযোগ বন্দ্যোপাধ্যায়

Published by: Soumya Mukherjee
  • Posted:April 11, 2020 9:30 am
  • Updated:April 11, 2020 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত একদিনে মৃতের সংখ্যাটা দু’হাজারেই আটকে ছিল। কিন্তু, এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে তার গণ্ডি টপকে গেল আমেরিকা। অন্যক্ষেত্রে এই নজির গড়া নিয়ে উৎসব পালন হলেও এক্ষেত্রে তার ঠিক উলটো ঘটনাই ঘটছে। এর ফলে প্রবল আতঙ্কিত হয়ে পড়েছেন বিশ্বের একনম্বর দেশের নাগরিকরা।

আমেরিকার জোন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার একদিনে ২ হাজার ১০৮ জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। এর আগে এই ঘটনা কোনও দেশেই ঘটেনি। এর ফলে মোট মৃত্যুর সংখ্যায় প্রথম স্থানে থাকা ইটালি (১৮,৮৪৯) -এর ঠিক ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে আমেরিকা (১৮,৫৮৬)।

Advertisement

[আরও পড়ুন: ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি, ভুল শুধরে জানাল WHO ]

শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সেখানে মোট ৪ লক্ষ ৯৬ হাজার ৫৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে বিভিন্ন জায়গায় গণকবরও খোঁড়া হচ্ছে বলে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে।

[আরও পড়ুন: শবেবরাতের পরের দিন মুসলিমদের শুভেচ্ছা ইমরান খানের! কটাক্ষের মুখে পড়ে মুছলেন টুইট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement