Advertisement
Advertisement

লস্করের ছাত্র সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা আমেরিকার

পাক ভূমিতে কীভাবে ছাত্রদের মগজ ধোলাই করত জঙ্গি সংগঠনটি?

US adds Pak student group wing of banned LeT
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 11:42 am
  • Updated:December 29, 2016 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের চেহারা বদলায়, অভিসন্ধি বদলায় না৷ ঠিক এই কাজটাই করছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷ ছাত্র সংগঠনের আড়ালে বাড়িয়ে চলছিল নিজেদের শক্তি৷ সেই বাড়-বাড়ন্ত গোড়াতেই রুখতে তৎপর হল মার্কিন প্রশাসন৷ পাকিস্তানে লস্করের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হল৷ আমেরিকার নিষিদ্ধ ‘বিদেশি সংন্ত্রাসবাদী সংগঠনে’র তালিকাভুক্ত করা হল আল-মহম্মদিয়া ছাত্র সংগঠনকে৷

শুধু লস্করের ছাত্র সংগঠনই নয়, তাদের দুই শীর্ষ নেতা মহম্মদ সারওয়ার ও শাহিদ মহম্মদকেও সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আমেরিকা৷ জানা গিয়েছে এই দুই শীর্ষ নেতার কাজ ছিল লস্করের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা, সংগঠনের অর্থ সংগ্রহ করা এবং ছাত্রদের মগজ ধোলাই করে নিজেদের জঙ্গি সংগঠনে যোগদান করানো৷

Advertisement

২০০২ সালে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার৷ কিন্তু তারপরও আইএসআই-এর প্রচ্ছন্ন মদতে বেড়ে উঠেছিল এই জঙ্গি সংগঠন৷ ফল, মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ৷ যাতে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন মানুষ৷ এর পর থেকেই ঘরে-বাইরের চাপে একটু দমে গিয়েছিল লস্কর৷ মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এই জঙ্গি সংগঠন৷ কখনও নাম পরিবর্তন করে, কখনও এরকম ছাত্র সংগঠনের মাধ্যমে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement