Advertisement
Advertisement

Breaking News

Texas accident

বরফে পিছল রাস্তায় জড়িয়ে গেল ১৩০টি গাড়ি, ভয়ানক দুর্ঘটনায় আমেরিকায় মৃত ৬

আহতদের মধ্যে অন্তত ৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

US: 6 dead, dozens injured after 130 cars pile up on Texas highway | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 12, 2021 2:56 pm
  • Updated:February 12, 2021 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন ঝঞ্ঝা শার্লির দাপটে বড় দুর্ঘটনা আমেরিকায় (US)। টেক্সাসের (Texas) পিছল রাস্তায় ১৩০টি গাড়ি পরস্পরকে ধাক্কা মারে। তার ফলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১২-র বেশি।

ভোর ছ’টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ঝড়ের কারণে রাস্তায় বরফের পাতলা আস্তরণ জমে গিয়েছিল। তার ফলে টেক্সাসের রাজপথে পিছলে যায় শতাধিক গাড়ি। তারা পরস্পরকে ধাক্কা মারায় কার্যত জট পাকিয়ে যায়। প্রায় দেড় মাইল রাস্তা জুড়ে গাড়িগুলিকে এলোমেলো পড়ে থাকতে দেখা যায়। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একটি ট্রাক কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ ঢালু পথে নেমে এসে ধাক্কা মারছে। তার ঠিক পিছনে থাকা গাড়িটিও এসে ধাক্কা মারে ট্রাকটিকে। একে একে আরও অসংখ্য গাড়িকে এসে একে অপরের পিছনে ধাক্কা মারতে দেখা যায় ভিডিওটিতে।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট মুছলেন মেলানিয়া! জোরাল ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের জল্পনা]

দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন। বহু ব্যক্তিই আটকে রয়েছেন গাড়ির মধ্যে। একে একে তাঁদের বের করা হচ্ছে। সংবাদ সংস্থা এপি-কে দমকল বাহিনীর এক শীর্ষ কর্তা জিম ডেভিস জানিয়েছেন, ”বহু মানুষ গাড়ির মধ্যে বন্দি হয়ে রয়েছেন। হাইড্রলিক যন্ত্রের সাহায্যে তাঁদের সফল ভাবেই উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।” ঘটনাস্থলে মোতায়েন এক অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থার মুখপাত্র ম্যাট জাভাদস্কি জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৬৫ জনের অবস্থায় আশঙ্কাজনক। বরফের কারণে রাস্তা অত্যন্ত পিছল হয়ে রয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরছেন চিনে আটকে থাকা ১৮ ভারতীয় নাবিক, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ