সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
“শুন পরিচয় মোর – অজের নন্দন আমি, দশরথ নাম৷
শব্দভেদী বাণ হায় পরীক্ষিতে আজি, করি বন পর্যটন, অবশেষে আইনু হেথায়৷”
এক শব্দভেদী বাণেই রচিত হয়েছিল রামায়ণের ভিত৷ কিন্তু, যে ‘শব্দ’ রাজা দশরথের কাছে বেদনার কারণ হয়েছিল, সেই ‘শব্দ’ই উরুগুয়ের জুয়ান পাবলো কিউলাসোর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে৷ জন্ম থেকে দৃষ্টিহীন জুয়ানের কাছে প্রকৃতিকে চেনার একমাত্র উপায় শব্দই৷ শুধু তাই নয়, কেবলমাত্র শব্দ শুনেই ৩ হাজার পৃথক প্রজাতির পাখিকে চিনে নিতে পারেন ২৯ বছরের এই তরুণ৷
ছোটবেলা থেকেই শব্দ শুনে চিনতে পারার এই গুণ ছিল জুয়ানের মধ্যে৷ যার পরিচয় প্রথম পান তাঁর বাবা৷ জুয়ানের বাবা নদীর বিভিন্ন জায়গায় ঢিল ছুঁড়তেন এবং সেই শব্দ শুনেই ছোট্ট জুয়ান বলে দিতে পারত কোথায় পড়েছে সেই ঢিল৷ বাবাই তাঁকে পরবর্তী কালে পাখিদের সম্পর্কে পড়ে শোনাতেন এবং বিভিন্ন পাখিদের শব্দের রেকর্ডিং এনে শোনাতেন৷ সেই থেকেই জুয়ানের প্রকৃতি প্রেমের শুরু৷ যা পরিণতি পায় যৌবনে যখন তিনি ২০০৩ সালে এক পক্ষীবিশারদের দেখা পান৷ তাঁর সঙ্গে থেকে জুয়ানের পাখি পরিচয়ের নেশা আরও বেড়ে যায়৷
২০১৪ সালে জুয়ানের এই পাখি প্রেমকে স্বীকৃতি দেয় ন্যাট জিও টিভি৷ এই বিশেষ দক্ষতা সাম্মানিক স্বরূপ ৩০,০৫,৭৭৫ অর্থমূল্য দেওয়া হয় তাঁকে৷ পুরো টাকাটাই শব্দ রেকর্ড করার অত্যাধুনিক যন্ত্র কেনায় ব্যয় করেছেন জুয়ান৷ সম্প্রতি অ্যান্টার্কটিকা ঘুরে এসেছেন উরুগুয়ের এই বিশেষ পাখি-প্রেমী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.