Advertisement
Advertisement
University of Lahore

প্রকাশ্যে বয়ফ্রেন্ডকে প্রেম প্রস্তাব, ভিডিও ভাইরাল হতেই এ কী হাল হল পাক যুগলের!

এমনও হতে পারে?

University of Lahore expelled young couple after girl student proposed classmate openly | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 13, 2021 9:35 pm
  • Updated:March 13, 2021 9:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা কি অপরাধ? হ্যাঁ, অন্তত পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের (University of Lahore) ক্ষেত্রে তা অপরাধই। আর এই অপরাধেই শাস্তি পেতে হল এক পড়ুয়া যুগলকে। কী এমন করেছিলেন তাঁরা? প্রকাশ্যে ভালবাসা জাহির করেছিলেন। তার চেয়ে বড় অপরাধ, তরুণী হাঁটু মুড়ে বসে প্রেমিককে ‘ভালবাসি’ বলেছিলেন। সেই ঘটনার জেরেই দু’জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি (Pakistan) তরুণ ও তরুণীর ভিডিওটি। প্রেমিকের জন্য লাল গোলাপ নিয়ে এসেছিলেন তরুণী। বিশ্ববিদ্যালয় চত্বরে সকলের সামনেই হাঁটু মুড়ে বসে পড়েন। লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রেমিককে বলেন ‘ভালবাসি তোমায়’। উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। হিজাব পরা এক পড়ুয়া আবার সুন্দর সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন। প্রেমিকাকে বুকে জড়িয়ে ধরেন প্রেমিক। ভিডিওটি ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রোষানলে পড়ে পাক যুগল। দু’জনকেই বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরখা, বন্ধের মুখে হাজারের বেশি ইসলামিক স্কুলও, ঘোষণা মন্ত্রীর]

ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছেন নেট নাগরিকদের একাংশ। পাকিস্তানের মতো দেশে খুন, রাহাজানি, ধর্ষণের মতো অপরাধ দিব্য হতে পারে। ভালবাসায় এত আপত্তি কেন? সেই প্রশ্ন যেমন তোলা হয়েছে তেমনই আবার বলিউডের ছবির দৃশ্য তুলে ধরেও কটাক্ষ করা হয়েছে। ‘মহবতে’ ছবিতে অমিতাভ বচ্চনের নারায়ণ শংকর চরিত্রে পাশাপাশি ‘৩ ইডিয়টস’ ছবিতে বোমন ইরানি অভিনীত বীরু সহস্যবুদ্ধি চরিত্রের ছবিও ব্যবহার করা হয়েছে।

[আরও পড়ুন: পাপোশ হয়ে আমাজনে বিকোচ্ছে শ্রীলঙ্কার জাতীয় পতাকা! চিনা সংস্থার কীর্তিতে ক্ষুব্ধ কলম্বো]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement