Advertisement
Advertisement

Breaking News

আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ, ইউরোপের পর করোনার ভরকেন্দ্র আমেরিকা

আক্রান্তের হিসেবে ইটালিকে টপকে গিয়েছে মার্কিন মুলুক।

Unites States becomes new COVID-19 hotspot in the world

ফাইল ফটো

Published by: Bishakha Pal
  • Posted:March 28, 2020 10:51 am
  • Updated:March 28, 2020 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও আমেরিকার পর এবার করোনার ভরকেন্দ্র হতে চলেছে আমেরিকা। কিছুদিন আগে পর্যন্ত করোনার কামড়ে দিশেহারা ছিল ইটলি। চিনকে টপকে গিয়েছিল তারা। কিন্তু এখন ইটালিকেও টপকে যাচ্ছে মার্কিন মুলুক। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে। তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে প্রথম বিশ্বের দেশ আমেরিকা। ইটালিতে যেখানে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪ ৯৮ জন, আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ২০৫ জন। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্কে। সাম্প্রতিকতম এই পরিসংখ্যানই এখন বিশেষজ্ঞদের মাথাব্যথার কারণ।

আমেরিকায় আক্রান্তের সংখ্যা এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার। এর মধ্যে ইটালিতেই মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৪ জনের। এরপরেই রয়েছে স্পেন। সেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ১৩৮ জন। যদিও নতুন করে এই দেশে এখনও কেউ মারা যাননি। তবে চিন থেকে ৩ জনের মৃত্যুর খবর এসেছে। যদিও চিনের দাবি করোনা থেকে তারা প্রায় মুক্ত। মাস দুয়েক আগেও যেভাবে দ্রুত গতিতে সেখানে জাল বিস্তার করছিল প্রাণঘাতী এই ভাইরাস, সেই তুলনায় পরিস্থিতি এখন অনেক নিয়ন্ত্রণে। করোনার আঁতুড়ঘর ইউহান এখন প্রায় বিপদ মুক্ত। কিন্তু ইউরোপ ও আমেরিকার পরিস্থিতি ভাবাচ্ছে গোটা বিশ্বকে।

Advertisement

[ আরও পড়ুন: গন্ধ শুঁকেই শনাক্ত করোনা ভাইরাস! বিশেষ প্রশিক্ষণে তুড়িতে রোগী চেনাবে কুকুর ]

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইটারে এখবর জানিয়েছেন তিনি। বলেছেন, “বিশ্বের একটা বড় অংশে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। চিন এই ভাইরাস নিয়ে অনেক কিছু জানে। ওরা শুরু থেকে এর মোকাবিলা করে আসছে। এ নিয়ে চিনের প্রেসিডেন্টের সাথে কথা হল, আমরা খুব একত্রে কাজ করব এবং এই ভাইরাসের মোকাবিলা করব।” যদিও কিছুদিন আগে পর্যন্ত করোনা নিয়ে প্রভাবশালী এই দুই দেশের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছিল। জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য চিনই ভাইরাসটি তৈরি করেছে। এই অভিযোগ তোলের খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মাইক পেম্পেও করোনাভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলে কটাক্ষ করেন। ট্রাম্পের এই মন্তব্যে তীব্র আপত্তি জানায় চিন। তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তোলার হুঁশিয়ারি দেয়। কিন্তু আমেরিকার এই দুর্দিনে সেসব বিবাদ ভুলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

[ আরও পড়ুন: করোনা মোকাবিলায় চিনের সাহায্যের আর্তি! বিদ্বেষ ভুলে জিনপিংকে ফোন ট্রাম্পের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement