Advertisement
Advertisement
Guardians

মহাকাশে যুদ্ধের দামামা, অনন্ত আকাশে মার্কিন আধিপত্য বিস্তার করবে ‘Guardians’

১৯৮০’র ‘মহাকাশ যুদ্ধে’র কর্মসূচি পুনরায় চালু করছে আমেরিকা!

United States Space Force names members as Guardians | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:December 19, 2020 9:20 am
  • Updated:December 19, 2020 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মহাকাশের দখল নিতে প্রস্তুত ‘আঙ্কেল স্যাম’। অনন্ত আকাশে মার্কিন আধিপত্য বিস্তার করবে ‘Guardians’ বাহিনী। শুনতে কমিক ক্যারেক্টারের মতো হলেও সহজ কথায় এই ‘গার্ডিয়ান’রা হলেন মার্কিন মহাকাশ যোদ্ধা। একটি টুইট করে এই নামকরণের কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ বাহিনী ‘United States Space Force’।

[আরও পড়ুন: পাকিস্তানের অনুরোধেও গলল না বরফ, ভিসা নিষেধাজ্ঞা তুলতে নারাজ আমিরশাহী]

সোভিয়েত জমানা থেকেই মহাকাশের দখল নিতে মরিয়া ছিল আমেরিকা। আট ও নয়ের দশকে কমিউনিস্ট বলয়ে প্রচণ্ড ভাঙনের ফলে মহাকাশ দখলের দৌড়ে অনেকটাই পিছিয়ে যায় নবগঠিত রাশিয়া। ১৯৮০ সালে মহাকাশ যুদ্ধের পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর হিমঘরে চলে যায় সেই উদ্যোগ। তারপর কেটে গিয়েছে কয়েক দশক হারানো শক্তি অনেকটাই ফিরে পেয়েছে মস্কো। মার্কিন প্রতিরক্ষা মহলে সাড়া ফেলে আসরে নেমেছে চিনও। তাই গত বছরের জুন মাসে ফের ‘স্টার ওয়ার’-এর সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই ‘United States Space Force’ নামের বিশেষ ‘মহাকাশ বাহিনী’ গঠন করে আমেরিকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নয়া রণনীতি অনুযায়ী, মহাকাশে মিসাইল ইন্টারসেপ্টর মোতায়েন করবে আমেরিকা। এর ফলে মাঝ আকাশেই শত্রুর ছোঁড়া মিসাইল ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি মহাকাশ থেকেই মিসাইল ছুঁড়ে প্রতিপক্ষের অস্ত্রাগার বিশেষ করে পারমাণবিক মিসাইল নষ্ট করে দেওয়া যাবে।

Advertisement

এদিকে, আমেরিকার মহাকাশ পরিকল্পনা রাশিয়ার কাছে অজানা নয়। গত বছরই রুশ সেনার ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ অপারেটিভ কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ভিক্তর পোজনিকির দাবি করেছিলেন, ১৯৮০’র ‘মহাকাশ যুদ্ধে’র কর্মসূচি পুনরায় চালু করছে আমেরিকা। বিশ্বজুড়ে কৌশলগত আধিপত্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তিনি আরও দাবি করেন, সম্প্রতি ইউরোপে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করে পরোক্ষে যুদ্ধের ইঙ্গিত দিয়েছে আমেরিকা। রাশিয়া ও চিনকে পরাস্ত করতে আগাম হামলার পরিকল্পনা করছে আমেরিকা। এই নয়া মার্কিন রণনীতি অনুযায়ী, শত্রুর তৎপরতা অংকুরেই বিনষ্ট করতে হবে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই বা ভূ-গর্ভস্থ অবস্থায় রাশিয়া ও চিনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দেওয়ার ছক কষছে মার্কিন সেনা। এই হামলার জন্য ‘স্টার ওয়ার’-এর কায়দায় মহাকাশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে মার্কিন সেনা। মোতায়েন করার পর পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘুরবে ওই মিসাইলগুলি। তারপর নির্দেশ পাওয়া মাত্রই মহাকাশ থেকে শত্রুরু অস্ত্রাগারে আছড়ে পড়বে সেগুলি।

[আরও পড়ুন: মোডার্নার করোনা ভ্যাকসিনে সবুজ সংকেত আমেরিকার, ঘোষণা ট্রাম্পের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement