সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৫ বছরের মধ্যেই দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন ৪১.৫ কোটি ভারতীয়। ২০০৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয়র (India) আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। ভারতের এই সাফল্যের খতিয়ান উল্লেখ করে ভূয়সী প্রশংসা করল রাষ্ট্রসংঘ (United Nations)। আন্তর্জাতিক সংস্থার তরফে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সবচেয়ে বড় সাফল্য এই দারিদ্র দূরীকরণ।
রাষ্ট্রসংঘের সঙ্গে যৌথভাবে একটি রিপোর্ট প্রকাশ করেছে অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সেই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ বছরের মধ্যে দেশের দরিদ্র নাগরিকদের অর্ধেককেই দারিদ্রসীমা থেকে বের করে আনা গিয়েছে। দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নতির জন্য একাধিক পরিকল্পনার ফল মিলেছে বলেই মত রিপোর্টে। এই প্রকল্পগুলিতে ভর করে আগামী দিনেও ভারতের দারিদ্র কমবে বলেই আশাবাদী রাষ্ট্রসংঘ।
২০০৫-২০০৬ সাল থেকে ২০১৯-২০২১ সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। ভারতের পরিসংখ্যান অনুযায়ী, ৫৫.১ শতাংশ থেকে দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে ১৬.৪ শতাংশ। সাড়ে ৪১ কোটি মানুষ এই ১৫ বছরের মধ্যে দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। ২০০৫ সালে দেশের ৬৪ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে ছিলেন। ১৫ বছর পরে ভারতে দরিদ্র জনতার সংখ্যা ২৩ কোটি। তবে রিপোর্টে আরও বলা হয়েছে, কোভিড অতিমারীর সময়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা যায়নি।
ভারতের পাশাপাশি আরও ২৫টি দেশ এই কৃতিত্ব অর্জন করেছে। রাষ্ট্রসংঘের যৌথ রিপোর্ট অনুযায়ী কম্বোডিয়া, চিন, কঙ্গো, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, মরক্কো, সার্বিয়া, ভিয়েতনামের মতো একাধিক দেশে উল্লেখ যোগ্যভাবে কমেছে দরিদ্র মানুষের সংখ্যা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.