Advertisement
Advertisement
ব্রিটেন

প্রিন্স চার্লসের পর এবার বরিস জনসন, করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

সেল্‌ফ আইসোলেশনে রয়েছেন তিনি।

United Kingdom Prime Minister Boris Johnson tests positive for COVID-19
Published by: Paramita Paul
  • Posted:March 27, 2020 5:24 pm
  • Updated:March 27, 2020 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিন্স চার্লসের পর এবার বরিস জনসন। ব্রিটেনে করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতে সেল্‌ফ আইসোলেশনে রয়েছেন তিনি। শুক্রবার এই খবর সামনে এসেছে। এরপর থেকেই ব্রিটেনবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। শুক্রবার তিনি ভিডিওর মাধ্যমে জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন বলেও খবর। প্রসঙ্গত, এর আগে প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হন। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, বৃহস্পতিবার বরিস জনসনের মধ্যে সামান্য উপসর্গ ধরা পড়েছিল। তারপরই ব্রিটেনের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ পরীক্ষা করান। ১০ ডাউনিং স্ট্রিটেই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, কোভিড-১৯ (COVID-19) আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী। তবে তিনি সুস্থ আছেন বলেই খবর। দেশের কাজও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, দিন কয়েক ডাউনিং স্ট্রিট থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাতে অক্ষম হলে, তাঁর জায়গা নেবেন বিদেশ সচিব ডমিনিক রাব। এরপরই বরিস জনসনের প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন : ‘সামাজিক দূরত্ব’ কথায় আপত্তি বিশেষজ্ঞদের একাংশের, যুক্তি মেনে শব্দটি বদলাচ্ছে WHO]

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশের স্বাস্থ্য বিভাদের কর্মীদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের কাজের প্রশংসা করেন। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যে বরিস করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। এমনিতেই ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন সংক্রামিত হয়েছেন। 

[আরও পড়ুন : ‘খাবার জোগাড় করাই বড় চ্যালেঞ্জ’, করোনা পরিস্থিতি নিয়ে ডালাস থেকে জানালেন বাঙালি গবেষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement