Advertisement
Advertisement

কাশ্মীর সংক্রান্ত রাষ্ট্রসংঘের রিপোর্টে পাক প্রভাব! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এবার কি রাষ্ট্রসংঘেও প্রভাব বিস্তার করছে ইসলামিক উগ্রবাদীরা?

 UNHRC’s Kashmir report influenced by Pak jihadi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 6:36 pm
  • Updated:August 21, 2018 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি রাষ্ট্রসংঘেও থাবা বসাল ইসলামপন্থী উগ্রবাদীরা? সম্প্রতি যে চাঞ্চল্যকর তথা প্রকাশ্যে এসেছে তাতে মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনা৷ জানা গিয়েছে, গত মাসে জম্মু-কাশ্মীর সম্পর্কে যে বিতর্কিত রিপোর্ট পেশ করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন, তাতে বাইরে থেকে প্রভাব খাটিয়েছিল উগ্র ইসলামপন্থী পাক সাংবাদিক জাফর বাঙ্গেশ৷ ওই বিতর্কিত রিপোর্ট তৈরি করতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সচিব জেইদ রা’আদ আল-হুসেনকে বেশকিছু পরামর্শ দিয়েছিল সে৷ সম্প্রতি কাশ্মীর সম্পর্কিত একটি আলোচনা সভায় যোগ দিতে এসে এই চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন কানাডার ইসলামিক সোসাইটির এই ইমাম৷

[দুর্নীতির প্রতিবাদ, বাড়িছাড়া করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিককে]

Advertisement

পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকদের মন পেতে এই উগ্র ইসলামপন্থী সাংবাদিক জানায়, রিপোর্ট পেশের আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সচিবের সঙ্গে যোগাযোগ করেছিল সে৷ ইমেলের মাধ্যমে সচিবের কাছে আরজি জানিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ও জম্মু-কাশ্মীরে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল যেন সফর করতে আসেন৷ জাফর বাঙ্গেশের বক্তব্য থেকেই জানা গিয়েছে, ইমেলের উত্তর দিয়েছিলেন কমিশন সচিব জেইদ রা’আদ আল-হুসেন৷ এরপরে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছালে তাঁদের পাক প্রশাসনের আধিকারিকরাই পিওকে সফরে নিয়ে যায়৷ সেখানকার পরিস্থিতি দেখান৷ প্রথম দিন থেকেই রাষ্ট্রসংঘের এই রিপোর্টকে উদ্দেশ্যে প্রণোদিত বলে খারিজ করে দিয়েছিল নয়াদিল্লি৷ আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরে সুর আরও চড়িয়েছে ভারত৷ তাঁদের দাবি, এই ফলে বিদেশমন্ত্রকের অভিযোগ প্রতিষ্ঠিত হল৷ বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও৷ তাঁদের মতে, রাষ্ট্রসংঘের কোনও রিপোর্টের ক্ষেত্রে বাইরে থেকে এমন প্রভাব খাটানোর অভিযোগ উঠলে তা অত্যন্ত বিপজ্জনক বিষয়৷

[তিনদিনের রোমহর্ষক অভিযান শেষ, থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার ১২ ফুটবলার ও কোচ]

গত মাসের ১৪ তারিখে জম্মু-কাশ্মীর সম্পর্কে একটি বিতর্কিত রিপোর্ট পেশ করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন৷ যেখানে বলা হয়েছিল, উপত্যকায় সাধারণ জনজীবন ব্যাহত৷ সেখানে মানুষের স্বাধিকারে হস্তক্ষেপ করেছে ভারতীয় সেনা৷ প্রথম থেকেই এই অভিযোগ খারিজ করেছে ভারত। দ্ব্যর্থহীন ভাষায় এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলেছিল নয়াদিল্লি৷ তবে এই রিপোর্টকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শোরগোল করতে শুরু করেছিল পাকিস্তান৷ তবে রিপোর্ট পেশে ইসলামাবাদের প্রভাব খাটানোর বিষয়টি প্রকাশ্যে চলে আসার এতে পাকিস্তানেরই মুখ পুড়ল বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement