Advertisement
Advertisement

OMG! এক বছর পর জন্মাল যমজ সন্তান!

আজব কাণ্ড!

Unbelievable! Identical twins born a year apart
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2018 1:23 pm
  • Updated:July 13, 2018 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমজ। এই শব্দটি শুনলে আর বলে দিতে হয় না যে যজম তারাই যারা একই দিনে পৃথিবীর আলো দেখেছে। অর্থাৎ তাদের জন্মের ক্ষণটা আলাদা হলেও দিনটা একই হয়। কিন্তু কখনও শুনেছেন, এক সন্তান জন্মানোর পর যমজ সন্তান জন্মেছে অন্য বছরে? অবাক লাগলেও এমনই অদ্ভুত বিরল ঘটনা ঘটেছে।

[OMG! ২০৪০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে সাধের চকোলেট!]

মার্কিন মুলুকের অনটিভেরসের পরিবারে ঘটেছে এমন বিরল ঘটনা। দুটি আলাদা বছরে জন্ম নিয়েছে জোয়াকিন এবং আইটানা ডে জেসাস অনটিভেরস। চিকিৎসক জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই জোড়া সন্তানের বাবা-মা হবেন তাঁরা। সেই মতো চলতি মাসের ২৭ তারিখ ছিল প্রসবের দিন। কিন্তু বর্ষবরণের রাতেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন ওই গর্ভবতী মহিলা। ফলে তাঁকে তখনই হাতপাতালে ভর্তি করা হয়। আর নির্ধারিত দিনের প্রায় একমাস আগেই যমজ সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সন্তানদের জন্মের বছর হয়ে যায় আলাদা। কীভাবে? ৩১ ডিসেম্বর ২০১৭-র রাত ১১ টা ৫৮ মিনিটে জন্মায় জোয়াকিন। আর তার বোন আইটানা জন্মায় ২০১৮-র ১ জানুয়ারি রাত ১২টা ১৬ মিনিটে। আর এভাবেই দুই যমজ সন্তানের জন্মদিনে রইল এক বছরের ফারাক।

Advertisement

[কানাডায় ভারতীয় আধিকারিকদেরই গুরুদ্বারে প্রবেশে নিষেধাজ্ঞা]

এ দুনিয়ায় প্রতি এক হাজার সন্তান জন্মের ক্ষেত্রে চারজনই হয় যমজ। কিন্তু এমন ঘটনা বেশ বিরল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। গত বছর আমেরিকায় মাত্র চার জোড়া সন্তান এমন আলাদা-আলাদা বছরে জন্মেছিল বলে জানা গিয়েছে। তবে এমন অদ্ভুত কাণ্ড বড় হয়ে জোয়াকিন ও আইটানা শুনলে বেশ মজাই পাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement