সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দূতাবাসে (Indian High Commission) খলিস্তানি তাণ্ডব একেবারেই মেনে নেওয়া যায় না। দূতাবাস ও সেখানকার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চত করতে প্রশাসন বদ্ধপরিকর- এমনটাই বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। রবিবারে সান ফ্রান্সিসকোর (San Francisco) ভারতীয় হাই কমিশনের দপ্তরে তেরঙ্গা খুলে নিয়ে খলিস্তানি (Khalistani) পতাকা উত্তোলন করে বিক্ষোভকারীরা। ভারতের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়।
খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তের খলিস্তানিরা। ব্রিসবেন, লন্ডন, সান ফ্রান্সিসকো- একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছে হলুদ পতাকাধারীরা। দপ্তরের জাতীয় পতাকা খুলে নিয়ে সেখানে হলুদ পতাকা লাগিয়ে দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগানও শোনা যায় খলিস্তানিদের মুখে।
সোমবার এই হামলার খবর প্রকাশ্যে আসতেই দিল্লিতে নিযুক্ত মার্কিন আধিকারিকের কাছে কড়া নিন্দা জানায় ভারত। তার উত্তরে বিবৃতি প্রকাশ করে মার্কিন বিদেশ দপ্তর। সেখানে বলা হয়, “হাই কমিশনের মতো দপ্তরের নিরাপত্তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রের প্রতীক এই দপ্তরগুলি। সেখানে এহেন ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে এই ঘটনায় আমেরিকার চোখ খুলে গিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
একইদিনে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসেও হামলা চলায় খলিস্তানিরা। সেই ঘটনার তীব্র নিন্দা করে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, “খুব অল্প সখ্যক শিখ এই খলিস্তানি আন্দোলনের সমর্থক। দেশে থাকা বাকি শিখরা খলিস্তানিদের পরিপন্থী। তবে যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তার করবে পুলিশ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.