Advertisement
Advertisement
Maldives

মোদি নিন্দা বরদাস্ত নয়, ঢোঁক গিলে বললেন মালদ্বীপের বিদেশমন্ত্রী

ভারত বয়কট করলে ধাক্কা খাবে অর্থনীতি, আশঙ্কা মালদ্বীপের নেতাদের। তাই ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব যেন নষ্ট না হয়, মালদ্বীপের 'চিনপন্থী' সরকারকে সতর্ক করছেন দেশের বিরোধীরা।

Unacceptable, says Maldives foreign minister on controversial remarks against PM Modi | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 8, 2024 10:36 am
  • Updated:January 8, 2024 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য দেশের রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না। এবার নিজের দেশের নেতাদের বিরুদ্ধেই সুর চড়ালেন মালদ্বীপের (Maldives) বিদেশমন্ত্রী মুসা জামির। গত দুদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করে অপমানজনক মন্তব্য করেছেন মালদ্বীপের একাধিক মন্ত্রী। এহেন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রীর সাফ বার্তা, অন্য দেশের নেতাদের অপমান করার মতো আচরণ মেনে নেওয়া হবে না। যদিও ভারতের নাম উল্লেখ করেননি তিনি। অন্যদিকে, ভারতীয়রা মালদ্বীপে বেড়াতে যাওয়া বয়কট করলে বিশাল ধাক্কা খাবে পর্যটনশিল্প, এমনটাই মনে করছে সেদেশের একাংশ।

বেশ কয়েকদিন ধরেই ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে (Maldives India Crisis) টানাপোড়েন চলছে। সেই আগুনে ঘি পড়ে মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি প্রকাশ্যে আসার পর। প্রধানমন্ত্রীর ছবি দেখার পরে তাঁকে ভাঁড় বলে কটাক্ষ করেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। ভারতের সমুদ্রসৈকতগুলোর নিন্দাও শোনা যায় মালদ্বীপের নেতাদের মুখে। তার পরেই নেটদুনিয়ায় মালদ্বীপ বয়কটের ডাক দেন দেশবাসী। চাপের মুখে বিবৃতি জারি করে তিন মন্ত্রীকে সাসপেন্ড করে মালদ্বীপ সরকার।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কষ্টিপাথরের মূর্তি, প্রতি রামনবমীতে সূর্যরশ্মি পড়বে বিগ্রহের ললাটে]

তার পরে মুখ খোলেন সেদেশের বিদেশমন্ত্রী। ভারতের নাম না করেই তিনি জানান, “বিদেশি রাষ্ট্রের কোনও নেতার প্রতি অপমানজনক মন্তব্য করলে সেটা একেবারেই বরদাস্ত করা হবে না। এমন আচরণ সমর্থন করে না মালদ্বীপের সরকার। তাছাড়াও সমস্ত দেশগুলোর সঙ্গে সদর্থক আলোচনা করতে চায় মালদ্বীপ, বিশেষত প্রতিবেশীদের সঙ্গে। সকলের সঙ্গে সম্মান ও বোঝাপড়া বজায় রাখতে চায় মালদ্বীপ।”

অন্যদিকে, গোটা ঘটনায় ক্ষিপ্ত মালদ্বীপের ভারতপন্থী নেতারা। সেই তালিকায় রয়েছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলি। ভারতকে ‘বন্ধু’ তকমা দিয়ে তাঁর মত, দুই দেশের গভীর বন্ধুত্বকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে মালদ্বীপের বর্তমান ‘চিনপন্থী’ সরকার। সেই সঙ্গে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ জানান, ভারত যদি মালদ্বীপকে বয়কট করতে থাকে তাহলে বড় ধাক্কা খাবে দেশের অর্থনীতি। সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে মালদ্বীপের পক্ষে।

[আরও পড়ুন: ‘দেশের পাশে রয়েছি’, মালদ্বীপগামী সমস্ত বিমানের বুকিং বাতিল ট্রাভেল এজেন্সির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement