Advertisement
Advertisement

সন্তান পালন ঝক্কি, ছেলেকে খুনের চেষ্টা বাবার

পুলিশের জিজ্ঞাসাবাদে নাথান জানায়, ‘সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম৷’

Unable to handle ' fatherhood', Colarado dad deliberately crashes car to kill son
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 3:35 pm
  • Updated:August 31, 2016 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হওয়া বড় ঝক্কি৷ সঙ্গে সন্তানের দায়িত্ব নেওয়ার হলে তো সমস্যার শেষ নেই৷ আর তাই আড়াই বছরের শিশু সন্তানকে খুন করার করার চেষ্টা করল বাবা৷ জোর করে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে সন্তানকে খুন করল কলোরাডোর নাথান ওয়েটজিল৷

পুলিশের জিজ্ঞাসাবাদে নাথান জানায়, ‘সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম৷’ পুলিশের সামনে সে জানায়, “৭৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলাম৷ নিজের সিট বেল্ট সঠিকভাবে আটকে, ছেলের সিটবেল্ট ঠিকমতো আটকাইনি৷”

Advertisement

এই ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নাথান নাকি বারংবার প্রতিবেশীর বাড়ির মাঠে গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল এবং পাশাপাশি, শিশুটিকে কনুই দিয়ে মারছিল৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছে শিশুটি৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷

জেরায় নাথান আরও জানিয়েছে ঘটনাটির সময় সে কোকেনের নেশা করেছিল৷ নাথানের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement