Advertisement
Advertisement

কমছে ভারতীয়দের প্রজনন ক্ষমতা! ২১০০ সালের মধ্যে ৪১ কোটি কমবে জনসংখ্যা, বলছে রাষ্ট্রসংঘ

জনসংখ্যা কমলে ক্ষতি হবে দেশের, দাবি গবেষকদের।

UN Says, India’s population may shrink by 41 crore by 2100 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 23, 2022 7:39 pm
  • Updated:July 23, 2022 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঊর্ধ্বগামী জনসংখ্যা, বাড়ছে বেকারত্ব। এই অবস্থায় ক’দিন আগে ভারতের জনবিস্ফোরণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল রাষ্ট্রসংঘ (United Nations)। সেই সময় বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যে চিনকে (China) ছাপিয়ে যাবে ভারতের জনসংখ্যা। যদিও রাষ্ট্রসংঘের সাম্প্রতিক সমীক্ষা অন্য কথা বলল। ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭৮ বছরে ভারতের জনসংখ্যা কমবে ৪১ কোটি। দেশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সার্বিক প্রজনন ক্ষমতা কমার জন্যেই যে জনসংখ্যা কমবে, তাও বলা হয়েছে।

রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতের জনসংখ্যা ১৪১.২ কোটি। ৭৮ বছর পর ২১০০ সালে তা কমে হবে ১০০.৩ কোটি। প্রশ্ন উঠছে, এর ফলে কি লাভ হবে দেশের? তেমনটাই তো সাধারণ ধারণা। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) গবেষণায় দাবি করা হয়েছে, জনসংখ্যার এই সঙ্কোচনে লাভ হবে না। বরং ক্ষতি হবে। গবেষকদের দাবি, জনসংখ্যা কমলে দেশের জ্ঞানচর্চা ও জীবনযাত্রার মান নিম্নগামী হবে। এমনকী এর ফলে একটি জনগোষ্ঠী অবলুপ্তির পথেও চলে যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার পথে রাশিয়া, দাবি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার]

প্রশ্ন উঠছে, আগামী আট দশকে জনসংখ্যা এতখানি সঙ্কোচনের কারণ কী? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালের গবেষকরা জানিয়েছেন, প্রজননের হার কমে যাওয়ার ফলেই কমবে জনসংখ্যা। বর্তমানে ভারতে একজন মহিলা ১.৭৬ জন শিশুর জন্ম দেন। কালক্রমে তা কমতে থাকবে। ২০৩২ সালে মহিলা পিছু প্রজননের হার হবে ১.৩৯, ২০৫২ সালে তা হবে ১.২৮। আর ২১০০ সালে কমে দাঁড়াবে ১.১৯ জনে। এই কারণে ৭৮ বছর পর জনসংখ্যা ১০০.৩ কোটিতে নামতে পারে বলে অনুমান করা হচ্ছে।

শুধু ভারতেই নয়, রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, প্রজননের হার কমার প্রবণতা দেখা যাচ্ছে, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বহু দেশের। উল্লেখ্যযোগ্য ভাবে যে সব দেশের প্রজননের হার কমছে, তাদের অধকাংশই তুলনায় ধনী দেশ। একই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭৮ বছরে চিনের জনসংখ্যা কমবে ৯৩.২ কোটি। ২১০০ সালে চিনের সংখ্যা হবে মাত্র ৪৯.৪ কোটি।

[আরও পড়ুন: মেয়ের নামে বেআইনি বার, স্মৃতিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করুন, মোদি কাছে দাবি কংগ্রেসের]

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালের গবেষকদের বক্তব্য, একদিকে যখন উন্নত দেশগুলির জনসংখ্যা কমবে, অন্যদিকে তখন তুলনামুলক গরিব দেশগুলির জনসংখা বাড়বে। আফ্রিকা মহাদেশের কঙ্গো, ইথিওপিয়া এবং নাইজেরিয়ার মতো দেশগুলির জনসংখ্যা ২১০০ সাল অবধি ঊর্ধ্বগামী থাকবে। এর ফলে ওই দেশগুলি শতাব্দীর দ্বিতীয় ভাগে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement