Advertisement
Advertisement
Afghnaistan Crisis

তালিবান শাসনে আফগানিস্তানে চরম খাদ্য সংকট! সংশয় ন্যূনতম পরিষেবা নিয়েও

বিপন্ন আফগানদের পাশে দাঁড়াতে আরজি রাষ্ট্রসংঘের।

UN says Afghanistan is facing collapse of basic services। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 7, 2021 7:23 pm
  • Updated:September 7, 2021 7:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। তালিবানের (Taliban) দখলে চলে যাওয়া আফগানিস্তানে দ্রুত ফুরিয়ে যেতে বসেছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী রসদ। এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘ (UN)। সেদেশের মৌলিক পরিষেবার পরিকাঠামো যে ভেঙে পড়ার মুখে, তেমনটাই আশঙ্কা তাদের।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘের মানবতা বিষয়ক সমন্বয় দপ্তরের দাবি, দ্রুত বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান। রাষ্ট্রসংঘের মুখপাত্র জেন্স লার্ক জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সেদেশের লক্ষ লক্ষ আফগান নাগরিক বড় সমস্যার মুখে। খাদ্য সংকটের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার মুখে। আন্তর্জাতিক আঙিনার কাছে তাঁর আবেদন, এই পরিস্থিতি থেকে বাঁচতে ৬০ কোটি ডলার অর্থসাহায্য় করার জন্য।

Advertisement

[আরও পড়ুন: Afghanistan Crisis: সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান থেকে প্রথমবার উদ্ধার ৪ মার্কিন নাগরিক]

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে তালিবান। নতুন করে শুরু হয় অন্ধকার যুগের। তারপর থেকেই আশঙ্কিত গোটা বিশ্ব। তালিবানি তাণ্ডবের (Taliban Terror) বীভৎস চেহারা সারা বিশ্বকে দেখতে হয়েছে। প্রাণ বাঁচাতে রাস্তায় উন্মত্তের মতো ছুটেছে সাধারণ মানুষ। বিশিষ্টরাও বাদ যাননি। তালিবানরা দেশ দখল করে নেওয়া পর প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে চেয়েছিলেন জাতীয় দলের এক ফুটবলার। কিন্তু প্লেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যুর ঘটনায় নেট নাগরিকরা শিহরিত। এখনও ‘কাবুলিওয়ালার দেশে’র রুক্ষ মাটিতে রক্তের দাগ। মঙ্গলবারও পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় নামা আফগান মহিলাদের উপরে গুলি চালিয়েছে জেহাদিরা। 

সেই সঙ্গে এক ঘোর অনিশ্চিয়তার মুখে পড়তে হয়েছে আফগান নাগরিকদের। আগামী দিনে দেশের অর্থনৈতিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়বে কিনা সেই আশঙ্কা তালিবানের প্রত্যাবর্তনের পর থেকেই ছিল। যত সময় এগিয়েছে ততই কঠিন হয়েছে পরিস্থিতি। এবার রাষ্ট্রসংঘের তরফে প্রকাশ করা হল এই রিপোর্ট। এখন দেখার, আন্তর্জাতিক মহল কীভাবে আফগানদারে পাশে দাঁড়াতে পদক্ষেপ করে।

[আরও পড়ুন: Afghanistan Crisis: পঞ্জশিরে তালিবানের ঘাঁটিতে হামলা রহস্যময় যুদ্ধবিমানের, নিহত বেশ কয়েকজন জঙ্গি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement