Advertisement
Advertisement

Breaking News

দিওয়ালির আলো জ্বলল রাষ্ট্রসংঘের দফতরেও

দিওয়ালির এই স্বীকৃতি যে সকল ভারতবাসীর জন্যই স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷

UN celebrates Diwali for first time
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 2:18 pm
  • Updated:October 30, 2016 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উৎসব জায়গা করে নিল রাষ্ট্রসংঘের দফতরেও৷  এই প্রথমবার দিওয়ালির আলো জ্বলে উঠল সেখানে৷  প্রদীপের চিহ্ন সমেত নীল আলোয় ফুটে উঠল হ্যাপি দিওয়ালি-র বার্তা৷

রাষ্ট্রসংঘের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় উৎসব জায়গা পাওয়ায় খুশি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন৷ এই প্রয়াসের জন্য রাষ্ট্রসংঘকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ রাষ্ট্রসংঘের উদ্যোগে বেশ সাড়াও পড়েছে পথচারীদের মধ্যে৷ অনেকেই যেতে যেতে মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছেন এ দৃশ্য৷ দিওয়ালির দিন কোনও গুরুত্বপূর্ণ বৈঠক না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরপর থেকে এই দিনটাকে অপশনাল ছুটির দিন হিসেবেও স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

Advertisement

এর আগে ভারতের উদ্যোগে পালিত হওয়া বিশ্ব যোগ দিবসেরও উদযাপন দেখা গিয়েছিল রাষ্ট্রসংঘে৷ তবে দিওয়ালির এই স্বীকৃতি যে সকল ভারতবাসীর জন্যই স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement