Advertisement
Advertisement

ব্রিটেনের নয়া ভিসাবিধিতে অসুবিধায় পড়বেন ভারতীয়রা

ভারতীয়দের ভিসা পাওয়ার নতুন শর্তগুলি কী?

UK's New Visa Rules Will Impact Indians, Especially Techies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 9:31 am
  • Updated:November 5, 2016 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় এমন দেশগুলির জন্য নয়া ভিসা বিধি কার্যকর করতে চলেছে ব্রিটেন৷ এই নয়া ভিসি বিধির কড়াকড়িতে অসুবিধেয় পড়তে পারেন ভারতীয়রা, বিশেষ করে ভারতীয় তথ্যপ্রযুক্তিবিদরা৷ ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার এই নয়া ভিসি বিধি ঘোষণা করেছে৷
নয়া বিধি অনুসারে, ২৪ নভেম্বরের পর কেউ আইসিটি ক্যাটেগরির টু টিয়ারে (ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার বা একই সংস্থার অধীনে বদলি প্রক্রিয়ায়) ভিসার আবেদন করলে বেতনের ঊর্ধ্বসীমা হতে হবে ৩০ হাজার পাউন্ড৷ আগে এই ঊর্ধ্বসীমা ছিল ২০ হাজার ৮০০ পাউন্ড৷ মূলত ভারতের তথ্যপ্রযুক্তি কর্মীরা এই আইসিটি বিধিতে ভিসার আবেদন করে থাকেন৷ সারা বছর ব্রিটেনে আসা ও থাকার জন্য যতজন ভারতীয় ভিসার আবেদন করেন তাঁদের ৯০ শতাংশই আবেদন করেন আইসিটি বিধির আওতায়৷ নয়া ভিসা বিধিতে তাঁরাই সবচেয়ে বেশি প্রভাবিত হবেন বা সমস্যায় পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, রবিবার তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন ব্রিটেনের নয়া মহিলা প্রধানমন্ত্রী টেরেসা মে৷ তার আগে ভিসা বিধিতে এই রদবদলের ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল৷
নয়া বিধি অনুসারে, টু টিয়ারের পাশাপাশি ফোর টিয়ার ক্যাটেগরিতেও ভিসা বিধি সংশোধন করা হয়েছে৷ ইউরোপের বাইরের বাসিন্দাদের জন্য বিশেষ করে ভারতীয়দের জন্য ইংরেজি জানা, ইংরেজি বলা ও লেখা বাধ্যতামূলক থাকছে৷ পরিবারের অন্য সদস্যদের ব্রিটেনে আনতে চাইলেও তাঁদের জন্য অভিবাসন নীতি বদল করা হচ্ছে৷ ব্রিটেনের অভিবাসন মন্ত্রী জেমস ব্রকেনশায়ারের আশ্বাস, নয়া বিধিতে ভিসা পেতে অসুবিধে হবে না ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের৷ ব্রিটেনে যাতে দক্ষ শ্রমিক ও কর্মীরাই ওয়ার্কিং ভিসা পান এবং ব্রিটেনের কর্মীরা যাতে কর্ম সংকটে না পড়েন সেজন্যই ভিসা বিধিতে কড়াকড়ি করা হয়েছে৷
নয়া ভিসা বিধিতে বলা হয়েছে, অভিজ্ঞ কর্মীদের জন্য টিয়ার-২ (জেনারেল)-এর ক্ষেত্রে ন্যূনতম বেতন হতে হবে ২৫ হাজার পাউন্ড৷ টিয়ার-২ (আইসিটি) স্নাতক শিক্ষানবিশদের ক্ষেত্রে ন্যূনতম বেতনসীমা ২৩ হাজার পাউন্ড করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে টিয়ার-২ স্কিলস ট্রান্সফার সাব ক্যাটেগরি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement