Advertisement
Advertisement
Ukraine

জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি, ঘুরিয়ে কি ভারতকেই বার্তা?

পুতিনের সঙ্গে কোনও আলোচনা নয় বলে জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।

Ukraine President Zelensky planning to meet Chinese counterpart Xi Jinping
Published by: Monishankar Choudhury
  • Posted:February 25, 2023 8:28 am
  • Updated:February 25, 2023 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন কৌতুকাভিনেতা থেকে নায়ক হয়ে উঠা প্রাক্তন সোভিয়েত দেশটির প্রধান।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন মোতাবেক, জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা বললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনও আলোচনায় যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জেলেনস্কি। তাৎপর্যপূর্ণ ভাবে, বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nation) রুশ সেনাকে ইউক্রেন (Ukraine) থেকে সরানো নিয়ে প্রস্তাব পাশ হয়। ভারতের মতোই ভোটাভুটি থেকে বিরত থেকেছে চিনও (China)। কিন্তু শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ডাক দেয় বেজিং। আর এতেই খুশি জেলেনস্কি।

Advertisement

চিনের ভূমিকা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “ওরা (চিন) যে (শান্তিপ্রক্রিয়ায়) অংশ নিতে চাইছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত। আমি মনেপ্রাণে এটা বিশ্বাস করতে চাই যে চিন কোনও হাতিয়ার রাশিয়াকে দেবে না। দেখা যাক আগামী দিনে কী হয়।”

[আরও পড়ুন: ভারতীয় কনসুলেটে খলিস্তানি হামলার ছক! পতাকা ঘিরে সতর্ক অস্ট্রেলিয়া প্রশাসন]

বিশ্লেষকদের মতে, জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা বলে ঘুরিয়ে ভারতকেও বার্তা দিয়েছেন জেলেনস্কি। ভারত শান্তিপ্রক্রিয়ার অংশ হোক এটাই চাইছে কিয়েভ। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেন জেলেনস্কির দূত। শুক্রবার রাষ্ট্রসংঘের প্রস্তাব নিয়ে কিয়েভের দূত ইভান কনোভালোভ বলেন, “ভারত ভোটদানে বিরত থাকা ইউক্রেনের জন্য খুবই সংবেদনশীল বিষয়। আমরা ভারতের সমর্থন আশা করি। আমাদের ভরসা আছে যে ভবিষ্যতে ভারত আমাদের পাশে থাকবে।” জি-২০ জোটের সভাপতি ভারত এই যুদ্ধে ইতি টানতে বড় ভূমিকা নিতে পারে বলে তিনি বলেন, “জি-২০ জোটের সভাপতি ভারত। তাই দিল্লির সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “আমরা স্বাধীনতার লড়াই লড়ছি। ২০২৩ সালে এই যুদ্ধ শেশ হবে এবং আমরাই জয়ী হব।”      

[আরও পড়ুন: মোদির নাম জড়ানো শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের বরাত পেল আদানি গোষ্ঠী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement