Advertisement
Advertisement
Ukraine-Russia War

Ukraine-Russia War: ‘এটাই আশার আলো’, আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিয়ে বলছেন ইউক্রেনের সুন্দরী সাংসদ

মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সাংসদ কিরা রুডিকের ছবি।

Ukrainian MP bears arms in face of Russian invasion। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 26, 2022 6:35 pm
  • Updated:February 26, 2022 6:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকের নলই ক্ষমতার উৎস হওয়া উচিত কিনা, তা নিয়ে গত কয়েক দশক ধরে তর্ক চলেছে। কিন্তু দেশের নীল আকাশ যখন শত্রুবিমানের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, মুর্হুমুর্হু বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ তখন সাধারণ নাগরিককেও যে দেশের হয়ে লড়তে হাতে তুলে নিতেই হয় আগ্নেয়াস্ত্র। আর তিনি তো দেশের সাংসদ। তাই অবলীলায় তাঁর হাতে উঠে এসেছে কালাশনিকভ। তিনি কিরা রুডিক। ইউক্রেনের (Ukraine) পার্লামেন্টেরিয়ান জানাচ্ছেন, এই পরিস্থিতিতে হাতের কালাশনিকভ তাঁকে আশার আলো দেখাচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডলে কিরা শেয়ার করেছেন এই ছবি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ”আমি কালাশনিকভ চালাতে শিখেছি এবং হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শুনতে অদ্ভুত লাগছে। কেননা ক’দিন আগেও এসব আমার মাথায় ছিল না। আমাদের পুরুষদের মতোই আমরা নারীরাও এবার দেশের মাটিকে রক্ষা করতে প্রস্তুত।”

Advertisement

[আরও পড়ুন: সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগ নিত্যযাত্রীদের]

পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফুঁসছেন কিরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, ”আমি খুব খুব রেগে গিয়েছিলাম যখন যুদ্ধটা শুরু হল। আর এখনও অত্যন্ত রেগে রয়েছি। আমি এখনও বুঝতে পারছি না কেন আমাদের প্রতিবেশী দেশ রাশিয়া ও পুতিন ইউক্রেনের অস্তিত্বকেই অস্বীকার করছেন। এবং আমি আরও বেশি রেগে গিয়েছি নিজের শহর ছাড়ার উপক্রম হয়েছে বলে। আমার পরিবারও হুমকির মুখে পড়েছে। আর এই সবই ঘটছে একজন উন্মাদ একনায়কের ইচ্ছেতে!”

Ukraine MP

কিয়ারা জানিয়েছেন, তিনি ও তাঁর পুরুষ সঙ্গীই কেবল নন। তাঁর বহু সাথীই হাতে বন্দুক তুলে নিয়েছেন পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁরা সকলে মিলে পুতিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। কিয়ারার হুঁশিয়ারি, ”রুশ সেনাকে আমাদের দেশের মাটি ছেড়ে চলে যেতে হবেই। কেননা আমাদের দেশ স্বাধীন দেশ। আমরা এর সার্বভোমত্ব রক্ষা করবই। আমরা চাই এই ইউক্রেনেই আমার সন্তান বাস করুক। এই দেশ তো ওদের জন্য়ই গড়ে তোলা হয়েছে। জনৈক ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) জন্য নয়।”

[আরও পড়ুন: ‘আশ্রয় নয়, অস্ত্র চাই’, বাইডেনকে সপাট জবাব ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement