Advertisement
Advertisement

Breaking News

Ukraine

রুশ মিসাইলে কিয়েভে ধ্বংস ভারতীয় ওষুধ সংস্থার গুদাম, পরিকল্পিত হামলা অভিযোগ ইউক্রেনের

শনিবার বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ্যে এনেছে কিয়েভ।

Ukraine Says Russian Missile Struck Indian Pharma Firm Kusum’s Warehouse In Kyiv

ধ্বংস হয়ে যাওয়া ভারতের ওষুধ সংস্থার গুদাম।

Published by: Amit Kumar Das
  • Posted:April 12, 2025 11:25 pm
  • Updated:April 12, 2025 11:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ইউক্রেনে ধ্বংস হয়ে গেল ভারতীয় সংস্থার ওষুধের গুদামঘর। শনিবার বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ্যে আনল কিয়েভ। হামলার পর ক্ষতিগ্রস্ত গুদামঘরের এক ছবি প্রকাশ্যে এনেছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস।

এই ঘটনার পর ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আজ ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ সংস্থা কুসুমের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এরা ভারতের সঙ্গে তাদের সুসম্পর্কের দাবি করে অথচ ইচ্ছাকৃতভাবে ভারতীয় সংস্থাগুলির উপর হামলা চালায়। এই ওষুধ সংস্থা ইউক্রেনে শিশু ও বয়স্কদের জন্য ওষুধ তৈরি করে। তার উপর এই হামলা পরিকল্পিত হামলা।’ এই ঘটনার নিন্দা জানিয়েছে ইউক্রেন।

Advertisement

পাশাপাশি হামলার পর ক্ষতিগ্রস্ত ওষুধ সংস্থার ছবি প্রকাশ্যে এনে হ্যারিস লিখেছেন। যেখানে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত ভেঙে গুড়িয়ে গিয়েছে সংস্থাটি। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ব্রিটেনের রাষ্ট্রদূত লিখেছেন, ‘আজ সকালে রাশিয়ার ড্রোন কিয়েভের প্রধান ওষুধের গুদাম ধ্বংস করে দিয়েছে। বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষের উপর রাশিয়া তার সন্ত্রাসী হামলা বন্ধ করছে না কোনওভাবেই।’

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং ট্রাম্প সহমত যে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া দুদেশেরই অপুরণীয় ক্ষতি হয়েছে। যে পরিমাণ শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে তা মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেত। যদিও এখনই পূর্ণরূপে যুদ্ধবিরামে রাজি নয় রাশিয়া। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা যে যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নয়, সেই দাবিতেই সরব হয়েছে ইউক্রেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement