Advertisement
Advertisement
Kyiv

কিয়েভে মিসাইল হামলা রাশিয়ার, পুড়ল শিশু হাসপাতাল

হামলায় আহত কমপক্ষে ৫৩ জন।

Ukraine says 53 hurt in Russian missile strikes on Kyiv। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 13, 2023 5:45 pm
  • Updated:December 13, 2023 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইউক্রেনে ভয়াবহ আক্রমণ শানাল রাশিয়া। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রুশ ফৌজ। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের একটি শিশু হাসপাতাল-সহ একাধিক অঞ্চল। আহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন। বুধবার এই হামলার কথা জানিয়েছে ইউক্রেন।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এই হামলার বিষয়ে জানান, বুধবার ভোর ৩টে নাগাদ ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া (Russia)। ইউক্রেনের বিমানবাহিনী ১০টি ব্যালেস্টিক মিসাইল ধ্বংস করে দেয়। তবে কয়েকটি আঘাত হানতে সক্ষম হয়। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছে ৬ শিশুও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিশু হাসপাতালও।

Advertisement

[আরও পড়ুন: রাফায় ভয়ংকর হামলা ইজরায়েলের, রাতভর অগ্নিবর্ষণে মৃত অন্তত ২৩

অন্যদিকে, রাশিয়ার এই হামলা নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র ক্ষোভপ্রকাশ করে টেলিগ্রামে তিনি লেখেন, “মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছিল আমার। ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য আমরা রাজি হয়েছি। এই সন্ত্রাসী দেশটি আরও একবার প্রমাণ করে দিল এই সিদ্ধান্ত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”      

উল্লেখ্য, গত নভেম্বর মাসেই কিয়েভে সবচেয়ে ভয়ংকর ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। সবমিলিয়ে ৭৫টি ড্রোন আছড়ে পড়েছিল ইউক্রেনের দুটি অঞ্চলে। ফলে দেড় বছর পেরিয়েও জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত। কিন্তু মস্কোকে একচুল জমিও নারাজ জেলেনস্কি বাহিনী। রণক্ষেত্রের ছবি বদলে রুশ সেনাকে পালটা মার দিয়ে হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনা।

[আরও পড়ুন: ‘আর ধ্বংসলীলা নয়’, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে, পক্ষে সায় ভারতেরও

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement