Advertisement
Advertisement

Breaking News

Ukraine

শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত, রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনকে হিংসা থামানোর বার্তা নয়াদিল্লির

কিয়েভ ও খারকভে রাত বাড়তেই আছড়ে পড়ে একের পর এক রুশ মিসাইল।

Ukraine-Russia war: India advocates dialogue at UN meet | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 1, 2022 9:30 am
  • Updated:March 1, 2022 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই থামছে না ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। সোমবার বেলারুশের উদ্যোগে দুই যুযুধান পক্ষ আলোচনায় বসলেও কিয়েভ ও খারকভে  রাত বাড়তেই আছড়ে পড়ে একের পর এক রুশ মিসাইল। এহেন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জরুরি অধিবেশন ডাকা হয়। সেখানে আবার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করে ভারত।

[আরও পড়ুন: এবার কি রাশিয়ায় হামলার ছক আমেরিকার? মার্কিনিদের দ্রুত দেশে ফেরার নির্দেশ]

রবিবার ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি ও বেজিং। স্বভাবিকভাবেই বিপক্ষে ভোট দেয় রাশিয়া। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি। যেহেতু এই প্রস্তাব বা রেজোলিউশন পদ্ধতিগত তাই নিয়ম মতো এই প্রস্তাব আটকাতে ভেটো প্রয়োগ করতে পারেনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। ফলে সাধারণ সভার জরুরি বৈঠক ডাকার প্রস্তাব পাশ হয়ে যায়। সোমবার ওই বৈঠকেই কিয়েভ ও মস্কোর কাছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায় নয়াদিল্লি।

রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, “ভারত সবসময় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের পক্ষে। আমার সরকার বিশ্বাস করে এই সংঘাতের সমাধানে কূটনীতির বিকল্প কিছু হতে পারে না। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সমস্ত চেষ্টা করছে দেশ। আমি ইউক্রেনের সমস্ত পড়শি দেশকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয়দের সেদেশ থেকে বের করে আনতে সীমান্ত খুলে আমাদের সাহায্য করেছেন তারা।”

এদিকে, রাষ্ট্রসংঘে বারবার ইউক্রেন ইস্যুতে ভোটদানে বিরত থাকা নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে চাপানউতোর চলছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে কেন নয়াদিল্লি ভোট দেয়নি? সেই প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বলেন, “ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সমস্ত বিষয়ে বিভিন্ন পর্যায়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।” বিশ্লেষকদের মতে, রাশিয়ার উপর ভারতের নির্ভরতার কথা জানে আমেরিকা। তাই এখনই চাপ তৈরি করে নয়াদিল্লিকে আরও দূরে ঠেলে দিতে চাইছে না ওয়াশিংটন।

[আরও পড়ুন: ইউক্রেন সংকটের দায় আমেরিকার উপর চাপিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement