সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ থামাতে ফের ভারতের দ্বারস্থ ইউক্রেন (Ukraine)। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিদেশমন্ত্রী আরও একবার ভারত সরকারকে অনুরোধ জানালেন, রাশিয়ার সঙ্গে কথা বলে যুদ্ধ থামানোর চেষ্টা করতে। তবে এবার শুধু ভারত নয়, চিন এবং নাইজেরিয়াকেও একইভাবে যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে অনুরোধ করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।
শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিত্র কুলেবার (Dmytro Kuleba) বক্তব্য, “ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অনুরোধ করছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলে তাঁকে বোঝাতে যে যুদ্ধে কারও ভাল হবে না।” তিনি আরও দাবি করেন, “ভারত ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্যের বড়সড় গ্রাহক। আর এভাবে যুদ্ধ চলতে থাকলে আমরা নতুন করে ফসল উৎপাদন করতে পারব না। যা ভারত এবং গোটা বিশ্বের খাদ্য সুরক্ষাকেও প্রশ্নের মুখে দাঁড় করাবে।”
ডিমিত্র কুলেবা এদিন বলেন, বিশ্বের সব দেশের উচিত রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারি করা উচিত। এক টেলিভিশন বার্তায় তিনি আরও দাবি করেছেন, “৩০ বছর ধরে ইউক্রেন এশিয়া এবং আফ্রিকা থেকে পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে। এই পড়ুয়ারা যাতে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা ট্রেনের ব্যবস্থা করেছি, হটলাইন তৈরি করেছি। ইউক্রেনের সরকার এই পড়ুয়াদের ফেরাতে সবরকম চেষ্টা করছে।”
বস্তুত এর আগেও একাধিকবার যুদ্ধ বন্ধে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। ভারতের ইউক্রেনীয় রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যুদ্ধ বন্ধে পদক্ষেপ করতে আরজি জানিয়েছেন। যদিও ভারতের সমর্থন এখনও খানিকটা হলেও রাশিয়ার দিকে ঝুঁকে রয়েছে। এখনও কোনও আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত সরকার। রাশিয়ার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞাও জারি করেনি নয়াদিল্লি। এরপরও ইউক্রেনের অনুরোধ মেনে রাশিয়াকে আগ বাড়িয়ে কোনও পরামর্শ নয়াদিল্লি দিতে যাবে না বলেই মত ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.