Advertisement
Advertisement
Ukraine-Russia War

বৃহত্তম হামলায় কাঁপল রাশিয়া! মস্কো ধ্বংসে ৩৪ ড্রোন ছুড়ল ইউক্রেন

আরও ৩৬ ড্রোন ছোড়া হয়েছে রাশিয়ার অন্যত্র। এই হামলার জেরে নিরাপত্তার জন্য মস্কো বিমানবন্দরমুখী বহু উড়ানকে অন্যত্র ঘোরানো হয়েছে।

Ukraine fires 34 drones to Moscow in biggest strike since war in 2022
Published by: Kishore Ghosh
  • Posted:November 10, 2024 6:24 pm
  • Updated:November 10, 2024 7:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোয় বৃহত্তম ড্রোন হামলা চালাল কিয়েভ। মোট ৩৪টি ড্রোন ছোড়া হয় বলে খবর। এই হামলার জেরে নিরাপত্তার জন্য মস্কো বিমানবন্দরমুখী বহু উড়ানকে অন্যত্র ঘোরানো হয়েছে। অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আরও ৩৬ ড্রোন ছোড়া হয়েছে রাশিয়ার অন্যত্র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট তিন ঘণ্টা ধরে রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালায় ইউক্রেন। মস্কোয় ৩৪ ড্রোন ছাড়াও পুতিনের দেশে ইউক্রেন সীমান্ত লাগোয়া একাধিক প্রদেশে আরও ৩৬টি ড্রোন ছোড়ে কিয়েভ। মন্ত্রক জানিয়েছে, বিমানের মতো দেখতে সন্দেহজনক ড্রোনগুলিকে দেখামাত্র গুলি করে নামায় রুশ সেনা। জেলেনস্কির হামলার জেরে মস্কো বিমানবন্দরমুখী অন্তত ৩৬টি বিমানকে অন্যত্র ঘোরানো হয়েছে। হামলায় একজন আহত হয়েছেন।

Advertisement

সূত্রের খবর, পালটা ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়াও। সীমান্ত ডিঙিয়ে ১৪৫টি ড্রোন ছোড়া হয়েছে। কিয়েভ জানিয়েছে, ৬২টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে তারা। রাশিয়ার একটি সোশাল মিডিয়া চ্যানেলে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে রুশ আকাশে উড়ছে অসংখ্য ইউক্রেনীয় ড্রোন। উল্লেখ্য, আমেরিকার শাসন ক্ষমতায় বদল এসেছে। বিদায় নিয়েছেন ডেমোক্র্যাট বাইডেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান ডোনল্ড ট্রাম্প। এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোন দিক বাঁক নেয় সেদিকে নজর ছিল গোটা বিশ্বর। এর মধ্যেই ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় সব থেকে বড় হামলা চালাল জেলেনস্কির ইউক্রেন।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement