সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে একের পর এক ধাক্কা খেয়েছে রাশিয়ার সেনাবাহিনী। খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ হাতছাড়া হয়েছে রুশ ফৌজের। ডোনেৎস্ক ও লুহান্সকেও বেশকিছু জমি খুইয়েছে তারা। এহেন পরিস্থিতিতে হারানো জমি ফিরে পেতে মরিয়া মস্কো বলে খবর। আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে এবার ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাঙ্ক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স সূত্রে খবর, বুধবার খেরসনে অন্তত ৩৩টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের অভিযোগ, মূলত সাধারণ মানুষকে নিশানা করেছে রুশ ফৌজ। ইউক্রেনের সেনা জানিয়েছে, খেরসনে নাইপার নদীর দক্ষিণ পারে মর্টার হামলা হচ্ছে। কামান থেকে লাগাতাার গোলা দাগছে রাশিয়ার সেনাবাহিনী। এদিকে, নাগরিকদের উপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। বলে রাখা ভাল, গত মাসে ইউক্রেনীয় ফৌজের প্রবল পালটা মারে খেরসন থেকে সরে যায় রাশিয়ার সেনা। তবে শীতের মরশুমে মওকা বুঝে ফের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ খেরসন দখল করতে তৎপর হয়েছে তারা।
শক্তিশালী রুশ ফৌজকে রুখে দিয়েছে ইউক্রেন (Ukraine)। হানাদার বাহিনীর দখলে থাকা বেশ কিছু এলাকাও পুনরোদ্ধার করেছে তারা। কিন্তু ‘জেনারেল উইন্টার’-এর দাপটে এবার বেশ কিছুটা বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। প্রবল শীতে যুদ্ধ করতে হচ্ছে তাদের। এহেন পরিস্থিতিতে কিয়েভ দখলে আসছে রুশ চতুরঙ্গ বাহিনী বলে কয়েকদিন আগেই দাবি করেছিলেন ইউক্রেনের সেনাপ্রধান।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে রাশিয়ার (Russia) অন্যতম অস্ত্র হচ্ছে শীত। এখন কিয়েভে তাপমাত্রা শূন্যের নিচে। ফলে ঘর গরম রাখতে ও জলের পাইপগুলিকে সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন। সেই দুর্বল জায়গাতেই আঘাত করছে রাশিয়া। এভাবে জনতার মনোবল ভাঙতে চাইছে পুতিন বাহিনী। শুধু তাই নয়, ঠান্ডায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার একটি পরিকল্পনাও করছে রুশ সেনা। নতুন করে সামরিক অভিযান নিয়ে জেলেনস্কিদের সতর্ক করে অনেকেই বলছে, ঠান্ডার জেরেই নেপোলিয়নকে রাশিয়ার সঙ্গে লড়াই হারতে হয়েছিল। একইভাবে ‘জেনারেল উইন্টার’-এর দাপটে বিপর্যস্ত হয়েছিল নাৎসি বাহিনী। তাই শীতের মরশুমে অনেক বেশি সতর্ক থাকতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.