সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্র কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ৷ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনের শেরনিগোভে শহরের কমপক্ষে ১০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে ফেলার সিদ্ধান্ত স্থানীয় প্রশানের৷ সরকারি গোলা-বারুদ তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই ওই এলাকায় বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার হয়েছে৷ বিস্ফোরণস্থল লাগোয়া ২০ কিলোমিটার পর্যন্ত উড়ানে নিষেধাঞ্জা জারি হয়েছে৷ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ পথে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ একযোগে ২২০টি ইঞ্জিন ও দমকলের ৬০টি ইউনিট কাজ শুরু করেছে বলে খবর৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে তিনটি নাগাদ অস্ত্র কারখানায় পরপর বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা৷ অস্ত্র কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ইচনিয়া শহরের আরসেনাল এলাকায় চূড়ান্ত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়৷ ভয়াবহ বিপদের আঁচ পেতে খুব বেশি সময় লাগেনি স্থানীয় প্রশাসনের৷ এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি মাইকিং করে এলাকা ফাঁকা করার ঘোষণা করে স্থানীয় প্রশাসন৷ আতঙ্ক কাটিয়ে ভোররাতেই এলাকা ছেরে নিরাপদস্থানে রওনা হন কমপক্ষে ১০ হাজার বাসিন্দা৷
[চিনেই আটক ইন্টারপোল প্রেসিডেন্ট, ইস্তফা দিলেন শীর্ষপদ থেকে]
সংবাদসংস্থা সূত্রে খবর, সরকারি অস্ত্র কারখানায় বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত থাকার কারণে বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে৷ আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলে ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক, বিমান পরিষেবা৷ পরিস্থিতির উপর নজর রাখতে হেল্পলাইন নম্বর চালু চালু করা হয়েছে বলে খবর৷ তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে, কারখানার মধ্যে থাকা বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর আগুনে ঝলসে মৃত্যুর আশঙ্কা রয়েছে৷ দুর্ঘটনা, না কি নাশকতা? ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷
[মোদির পথে হাঁটলেন ইমরান, শুরু ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ পাকিস্তান কর্মসূচি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.