সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুকিয়ে যাওয়া গাছ কেটে সরায়নি প্রশাসন। সেই গাছ চাপা পড়ে মৃত্যু হয় ছয় বছর বয়সি এক বালিকার। ব্রিটেনের (Britain) এই মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠেছে স্থানীয় পৌর প্রশাসনের বিরুদ্ধে। ফলে ক্ষতিপূরণ হিসাবে দুই কোটি টাকার বেশি অঙ্কের জরিমানা করা হল নিউ ক্যাসলের স্থানীয় প্রশাসনকে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যু হয় ওই শিশুটির। তারপর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে আদালত জানিয়ে দেয়, এই ঘটনার জন্য সম্পূর্ণত দায়ী স্থানীয় প্রশাসন। শাস্তি হিসাবে বিপুল অঙ্কের জরিমানা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্কুলের মধ্যেই বন্ধুদের সঙ্গে খেলছিল এলা হেন্ডারসন নামে এক বালিকা। সেই সময়েই একটি গাছের ডাল ভেঙে পড়ে তাদের উপরে। অন্যরা বেঁচে গেলেও গুরুতর আহত হয় এলা। পরের দিন হাসপাতালে মৃত্যু হয় ওই বালিকার। তারপরেই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এলার মা-বাবা। তাঁরা জানান, নিরাপদে থাকবে সন্তান, এই ভেবেই এলাকে স্কুলে পাঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের মৃত্যু সংবাদ পান তাঁরা।
গোটা ঘটনার পর মামলা দায়ের হয় নিউক্যাসল সিটি কাউন্সিলের বিরুদ্ধে। জানা যায়, একটি বেসরকারি সংস্থাকে গাছের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ২০১৮ সাল থেকেই ওই গাছটি নিয়মিত পর্যবেক্ষণ করেছেন ওই সংস্থার কর্মীরা। তবে গাছটি বেশিদিন বাঁচবে না, তা বুঝতে পারেননি। তাই স্কুল কর্তৃপক্ষকেও গাছটির বিষয়ে জানানো হয়নি। ফলে শুকিয়ে যাওয়া অবস্থাতেই বিপজ্জনকভাবে স্কুলের মধ্যেই ছিল গাছটি, কেটে সরিয়ে নেওয়া হয়নি।
শুকনো গাছের ডাল ভেঙে পড়ে এক বালিকার মৃত্যুর পরেই প্রশ্ন ওঠে, এই ঘটনার দায় কার? তদন্তের পরে জানা যায়, ঘটনার ১৩ মাস আগে শেষ বার ওই এলাকাটি পর্যবেক্ষণ করেন বেসরকারি সংস্থার কর্মীরা। গাফিলতির অভিযোগ মেনেও নেয় ওই সংস্থাটি। স্থানীয় প্রশাসনের তরফে স্বীকার করা হয়, দেখভালের দায়িত্বে থাকা সংস্থার কাজে গাফিলতি হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর আদালত ২ লক্ষ ৮০ হাজার পাউণ্ড জরিমানার নির্দেশ দেয়। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় দুই কোটি ৭০ লক্ষ টাকা। তবে গাফিলতি সত্বেও শাস্তির মুখে পড়েনি সংস্থাটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.