সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর যুদ্ধের মাঝেই সোমবার আচমকা ব্রিটেন পৌঁছলেন ভলোদিমির জেলেনস্কি। ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের এই হঠাৎ সফরে তৈরি হয়েছে জল্পনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বাকিংহামশায়ারের চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে সুনাকের সঙ্গে আলোচনায় বসেন প্রেসিডেন্ট জেলেনস্কি। জানা যাচ্ছে, ইউক্রেনকে কয়েকশো এয়ার ডিফেন্স মিসাইল ও ড্রোন দিতে সম্মত হয়েছে লন্ডন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, “নিরাপত্তার বিষটি শুধুমাত্র ইউক্রেন নয়, গোটা ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা, আমাদর জওয়ানরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ।”
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গোটা ইউরোপ থেকে মদত সংগ্রহের অভিযান শুরু করেছেন জেলেনস্কি। গত সপ্তাহে ফ্রান্স ও জার্মানির সফর সেরেছেন তিনি। বলে রাখা ভাল, কয়েকদিন আগেই কিয়েভকে দূরপাল্লার ক্রুজ মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নেয় লন্ডন। ফলে প্রশ্ন উঠছে এবার কি রাশিয়ার খাসতালুকে সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করবে জেলেনস্কি বাহিনী?
বলে রাখা ভাল, গত ফেব্রুয়ারিতে ব্রিটেন (Britain) সফরে আসেন ইউক্রেনক প্রেসিডেন্ট ভলোদিনির জেলেনস্কি। তখন তাঁকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সে মাসেরই পরের দিকে মিউনিখের নিরাপত্তা বৈঠকে সেই প্রসঙ্গ তোলেন সুনাক। তিনি বলেন ‘রাশিয়ার বোমা ও ইরানীয় ড্রোনের থেকে কিভের নিরাপত্তা প্রয়োজন।’ তার পরেই ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আমেরিকা ও পশ্চিমের দেশগুলির কাছে দূরপাল্লার ক্রুজ মিসাইল পাঠানোর আকুতি করছে ইউক্রেন। কিন্তু তা দিতে সম্মত হয়নি আমেরিকা। ওয়াশিংটনের আশঙ্কা, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র হাতে পেলে রুশ ভূখণ্ডে হামলা চালাবে জেলেনস্কি বাহিনী। আর তেমনটা হলে পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.