সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করেন। আর তাতেই প্রাণ হারালেন ব্রিটিশ সাংসদ (UK MP) ডেভিড আমেস। শুক্রবার তাঁর ইলেকটোরাল ডিস্ট্রিক্টেই ভয়াবহ ঘটনাটি ঘটে।
সেদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন নিজের ইলেকটোরাল ডিস্ট্রিক্ট এসেক্সের সাউথএন্ড ওয়েস্টে আক্রান্ত হন তিনি। এই সময় লেই-অন সি’র বেলফেয়ারস মেথোডিস্ট চার্চে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৯ বছর বয়সি ডেভিড। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির সদস্য।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময়েই আচমকা সেখানে হাজির হয় এক ব্যক্তি। এরপরই ডেভিডের ওপর ছুরি দিয়ে হামলা চালায় সে। একাধিকবার ছুরি দিয়ে ডেভিডের উপর আঘাত করে ওই হামলাকারী। হামলার ঘটনার খবর পেয়েই সেখানে চলে আসে পুলিশ। তড়িঘড়ি আটক করা হয় হামলাকারীকে। এরপর ব্রিটিশ সাংসদকে প্রাণে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘আমেসকে বাঁচানোর চেষ্টা করা হলেও দুর্ভাগ্যবশত শেষরক্ষা হয়নি। এরপরই ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে হামলার জন্য গ্রেপ্তারও করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে।’ এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ব্রিটিশ সাংসদের উপর হামলা চালাল ওই আততায়ী, তা জানা যায়নি। ইতিমধ্যে এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে হামলকারীর নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ।
#BREAKING: British Conservative MP David Amess has died after he was stabbed multiple times at his local constituency office at Belfairs Methodist Church in Leigh-on-Sea. Police has arrested one person. pic.twitter.com/1KSslQR3Iq
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 15, 2021
MORE: Amess was attacked while holding an open meeting for his constituents at Belfairs Methodist Church in Leigh-on-Sea, British media reported.
The motive behind the attack is not yet known. https://t.co/NBDflMyRqT pic.twitter.com/qGu9twsRDG
— ABC News (@ABC) October 15, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.