সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কি এবার সরাসরি জড়িয়ে পড়ল পশ্চিমি বিশ্ব তথা ন্যাটো? আগেই জানা গিয়েছিল, গত মঙ্গলবার আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। এবার ব্রিটেনের দেওয়া ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে ফের হামলা চালানোর অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে। যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন রুশ জেনারেল। মারা গিয়েছে উত্তর কোরিয়ার ৫০০ সেনাও। উত্তর কোরিয়ার তরফে এই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করা হলেও মৃতের সংখ্যা কত সেবিষয়ে কিছু জানানো হয়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছিলেন, যদি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালায় তাহলে তার অর্থ দাঁড়াবে যে ন্যাটো এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল। ফলে বর্তমান পরিস্থিতিতে সেই প্রসঙ্গই ফিরে আসছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল পশ্চিমি দুনিয়া?
উল্লেখ্য, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে গিয়েও নিখুঁত আঘাত করতে পারে। ব্রিটেন এই অস্ত্র দেওয়ার সময় শর্ত দিয়েছিল যে তা কেবল ইউক্রেনের ভিতরে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সত্যিই যদি তা দিয়েই রাশিয়ায় আঘাত হানা হয়ে থাকে তার অর্থ সেই শর্ত মানেনি ইউক্রেন। বলে রাখা ভালো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বার বার ওই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছিলেন।
প্রসঙ্গত, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানক্স অঞ্চলে ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। রাশিয়াতে ৫টি মিসাইল ছোড়া হয়। যদিও সবকটি মিসাইল ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসাবশেষের জেরে এক সামরিক অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। যদিও তাতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইউক্রেনের তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে তারা ওই অঞ্চলে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের নজর এখন পুতিনের দিকে। এর মধ্যেই ব্রিটিশ ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.